চট্টগ্রাম ১০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ প্রার্থী

চট্টগ্রাম ১০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ প্রার্থী
চট্টগ্রাম ১০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ প্রার্থী । 

পোস্টকার্ড ডেস্ক ।। 

চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) উপনির্বাচনে তিন মাসের জন্য সংসদ সদস্য (এমপি) হওয়ার জন্য আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুসহ ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দলীয় প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আরমান আলী এবং মনজুরুল ইসলাম ভূঁইয়া মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, ৩ জুলাই দল থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর গতকাল বিকেলে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে মহিউদ্দিন বাচ্চু নির্বাচন কার্যালয়ে যান। পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার হাতে মনোনয়নপত্র তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি ইব্রাহীম হোসেন বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সম্পাদক শফর আলী প্রমুখ।

গত ২ জুন সংসদীয় এ আসনের তিনবারের এমপি নগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. আফছারুল আমীন ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন শূন্য আসনটিতে উপনির্বাচনের জন্য ৩০ জুলাই দিন ধার্য করে।

এদিকে মনোনয়ন ফরম নিয়েই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। সেই সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বেশ উৎফুল্ল।

এর আগে সংসদ সদস্য হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন ২৯ প্রার্থী। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে এসব মনোনয়ন সংগ্রহ করেছিলেন নেতারা। চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, সাবেক আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. শফর আলী, এ কে এম বেলায়েত হোসেন, ৪ নম্বর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজওয়ান, মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ, মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের ভাই মো. এরশাদুল আমীন, স্ত্রী কামরুন নেছা, ছেলে মো. ফয়সাল আমীন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মো. জাবেদ নজরুল ইসলাম, পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন ও মহানগর ছাত্রলীগের সাবেক স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. হেলাল উদ্দীন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ, সদরঘাট থানা আওয়ামী লীগের সদস্য মো. রাশেদুল হাসান, ডবলমুরিং থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, মহানগর আওয়ামী লীগের মোহাম্মদ খোরশেদ আলম, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.আরিফুল আমীন প্রাথী হতে চাইলেও নৌকার মনোনয়ন পেয়েছেন মহিউদ্দিন বাচ্চু।

চট্টগ্রাম অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছেন। আগামী ৬ জুলাই যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১৩ জুলাই হবে বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;