চট্টগ্রাম চেম্বার পরিচালক পদ থেকে তানভীর'র পদত্যাগ
পোস্টকার্ড ডেস্ক ।।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।
চেম্বারের সচিব মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ অফিস সময়ের পরে তিনি অফিসে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি আমরা সভাপতি ওমর হাজ্জাজকে জানিয়েছি। এ বিষয়ে পরবর্তী বোর্ড সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
তবে কি কারণে সৈয়দ মোহাম্মদ তানভীর পদত্যাগ করেছেন সেটি জানা যায়নি।
এ বিষয়ে জানতে তানভীরকে ফোন করা হলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছি। এর বাইরে কোনো কারণ নেই।’
তানভীর ২০১৯-২০২১ মেয়াদে চেম্বারের পরিচালক নির্বাচিত হন। এরপর ২০২১-২৩ মেয়াদে তিনি সহ-সভাপতি ছিলেন। এরপর ২০২৩-২০২৫ মেয়াদে নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক নির্বাচিত হন। একই পরিষদে তিনিসহ ২৪ জন পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল করায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গত ৮ আগস্ট নবনির্বাচিত পরিচালকদের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তিনজন প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করা হয়।
অন্যদিকে সিসিসিআইয়ের সাবেক সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজকে সভাপতি এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিনকে সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের মেয়ে রাইসা মাহবুবকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;