করোনায় আক্রান্ত ও শনাক্তের হার বাড়লো

করোনায় আক্রান্ত ও শনাক্তের হার বাড়লো
করোনায় আক্রান্ত ও শনাক্তের হার বাড়লো

পোস্টকার্ড ডেস্ক ।।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু না হলেও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এর আগের দিন বুধবার আক্রান্ত হয়েছিলেন ৩৩ জন। আর দেশে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জন। আর সবশেষ গত ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল। এর পর আর কোন মৃত্যু হয়নি। ফলে টানা ২২ দিন মৃত্যুশূন্যদিন পার করলো দেশ। আর তাতে মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জনে রয়েছে। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৫৩ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯১ জন । আর দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮হাজার ৬০৩ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৯১ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

অধিদফতরের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৩৬টি নমুনা। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৭৪ হাজার ৮টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ৬২ হাজার ৯৬০টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মধ্যে ৪৩ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। আর রংপুর, খুলনা, কুষ্টিয়া এক করে আক্রান্ত হয়েছেন এবং সিলেট জেলার বাসিন্দা ৫ জন ।

খালেদ / পোস্টকার্ড ;