কক্সবাজার-দোহাজারী রেলপথ উদ্বোধন, রামু পৌছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজার-দোহাজারী রেলপথ উদ্বোধন, রামু পৌছেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার-দোহাজারী রেলপথ উদ্বোধন, রামু পৌছেছেন প্রধানমন্ত্রী

পোস্টকার্ড ডেস্ক ।। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেল চলাচল ও দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ।

শনিবার (১১ নভেম্বর) বেলা একটার দিকে সুধী সমাবেশে বক্তব্য রাখার পর আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

পরবর্তীতে স্টেশনে থাকা ট্রেনে করে দেড়টায় রামু যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে রামু ক্যান্টনমেন্টে নামাজ ও দুপুরের খাবার শেষে মহেশখালীর মাতারবাড়িতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য রাখবেন।

এর আগে চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেল চলাচল ও দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে ৩৩ মিনিট বক্তব্য রাখেন শেখ হাসিনা।

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেল মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির। এ সময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল করিম, স্থানীয় সাংসদ সাইমুম সরোয়ার কমলসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রামু পৌছেছেন প্রধানমন্ত্রী


কক্সবাজার আইকনিক রেলস্টেশন উদ্বোধন শেষে কক্সবাজার থেকে ট্রেন যাত্রা করে রামুতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হেলিকপ্টার যোগে মহেশখালী উপজেলার মাতারবাড়ি যাওয়ার কথা রয়েছে তার।

এর আগে, সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। সকাল ১১টা ২৫ মিনিটে আইকনিক রেল স্টেশন এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানিয়ে রাখাইন নৃত্য পরিবেশন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের তরুণী দল।

নৃত্য শেষে প্রধানমন্ত্রী প্রটোকল ভেঙে রাখাইন তরুণীদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রসঙ্গত, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য ২০১০ সালের ৬ জুলাই দোহাজারী-রামু-ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়। সময়ের আলো

খালেদ / পোস্টকার্ড ;