ইবাদত বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন

পোস্টকার্ড ডেস্ক ।।
যথাযথ ধর্মীয় ভাব–গাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত পালিত হয়। বাদে এশা মসজিদে মসজিদে ছিল পবিত্র শবে বরাতের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা। এরপর মিলাদ মাহফিল, দরুদ, জিকির, কিয়াম, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। অনেকে রাত জেগে কোরআন তেলাওয়াত, নামাজসহ বিভিন্ন নফল ইবাদতে মশগুল ছিলেন। করেছেন স্বজনদের কবর জেয়ারত।
বিভিন্ন মসজিদের সামনে আতর, টুপি, মেসওয়াক, তসবিহ, মাস্কসহ মুখরোচক নানা খাবার, শরবত, চায়ের স্টলসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা।
ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত। ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে বলা হয় ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রাত। এ রাতে নফল ইবাদত বন্দেগিতে ধর্মপ্রাণ মুসলিম মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়েছেন।
খালেদ / পোস্টকার্ড ;