রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের সন্নিকটে সবুজে ঘেরা সুবিস্তীর্ণ লেকসহ আধুনিক নগর জীবনের সকল সুযোগ-সুবিধা নিয়ে গড়ে উঠা একমাত্র আবাসন প্রকল্প আমিন মোহাম্মদ গ্রুপের গ্রীন মডেল টাউন প্রকল্পে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বাৎসরিক বৃক্ষরোপণ উৎসব-২০২৫ ।
‘পরিবেশের প্রতি রয়েছে আপনার, আমার সকলের দায়বদ্ধতা’- এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৪ জুলাই) বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধন করেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক আবুল কালাম মো. রেজাউল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক- সৈয়দ মোহাম্মদ ওয়াসিম, মহাব্যবস্থাপক শফিউল আলম লস্কর রাসেল, ব্যবস্থাপক গোলাম হোসেন টিটু সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই বাৎসরিক বৃক্ষরোপণ উৎসব চলবে ২ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৫টা।
প্রকল্পটি শুরু থেকেই বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও এই প্রকল্পে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
বৃক্ষরোপণ উৎসবের প্রথমদিন গ্রাহকগণ পরিবারের সদস্যদের নিয়ে স্ব-স্ব প্লটে গাছের চারা রোপণ করেন।
খালেদ / পোস্টকার্ড ;