আজ সীতাকুণ্ডে হযরত ইমামে আজম ( রা:) জামে মসজিদ উদ্বোধন
আজ সীতাকুণ্ডে হযরত ইমামে আজম ( রা:) জামে মসজিদ উদ্বোধন
আজ ৩ মার্চ জুমার নামাজের মাধ্যমে হযরত ইমামে আজম রহমাতুল্লাহ জামে মসজিদের উদ্বোধন।
সীতাকুণ্ডের ১০ নং ছলিমপুরস্থ ফকিরহাট এর পশ্চিম গাশ্বে অস্থায়ীভাবে নির্মিত মসজিদে আজ সকালে ফজরের নামাজ এর মাধ্যমে প্রায় ৩ শতাধিক মুসল্লির উপস্থিতিতে মসজিদের কার্যক্রম শুরু হয়েছে। এই সময় নামাজ পড়ান মুহাম্মদ মুজিব উদ্দিন আলকাদেরি।
জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আলহাজ্ব সালাউদ্দিন আজিজ, চেয়ারম্যান ১০ নং ছলিমপুর ইউনিয়ন, মাওলানা মোহাম্মদ অনাচারী, শায়কুল হাদীস , জামেয়া অাহমদীয়া সুন্নিয়া মাদ্রাসা।