আজ সীতাকুণ্ডের পৌরসভার ৯নং শিবপুর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন
পোস্টকার্ড ডেস্ক ।।
সীতাকুণ্ড পৌরসভার ৯নং শিবপুর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে।
২০২০ সালে পৌর নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত জুলফিকার আলি শামীম ২০২১ সালের ১৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়ে যায়। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন।
প্রার্থীরা হলেন- শাহ কামাল চৌধুরী (ব্রিজ), জাহেদ চৌধুরী ফারুক (গাজর), শফিউল আলম (ব্লেক বোর্ড), শওকত হোসেন পিন্টু (পানির বোতল), কামাল হোসেন (ডালিম), লিয়াকত হোসেন সেলিম (উট পাখি), মো. জাবেদ সুমন (টেবিল ল্যাম্প) এবং মোশারফ হোসেন (পাঞ্জাবি)। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭০৫ জন।
জানা যায়, ২০২০ সালের পৌরসভা নির্বাচনে ওই ওয়ার্ডে ব্যাপক সংঘর্ষ হয়। ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়াসহ বেশ কিছু ঘটনাও ঘটে। ওয়ার্ডটি ঝুঁকিপূর্ণ বিধায় সহিংসতার আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটাররা। তাই উপনির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করার লক্ষে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
খালেদ / পোস্টকার্ড ;