যানজট কমাতে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের ব্যস্ত বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের সামনে এসে দাঁড়ায় একটি সিএনজি অটোরিকশা, যার নম্বর প্লেটে লেখা ছিল—‘নাটক কম কর প্রিয়,!’ নম্বরের জায়গায় এমন অপ্রত্যাশিত বাক্য দেখে বিস্মিত হন ম্যাজিস্ট্রেট। কেবল আইন অবজ্ঞাই নয়, গাড়িটির কোনো রেজিস্ট্রেশন বা চালকের বৈধ লাইসেন্সও ছিল না।
অভিযানে ম্যাজিস্ট্রেট বলেন, এটা শুধু ট্রাফিক নিয়মের লঙ্ঘন নয়, এটা স্পষ্টতই রাষ্ট্রীয় আইন ও শৃঙ্খলার প্রতি বিদ্রূপ। এমন আচরণ কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়। চালকের আচরণও ছিল উগ্র এবং অহংকারপূর্ণ। নিজের ভুল স্বীকার না করে তিনি বারবার বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে ফোনে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে ম্যাজিস্ট্রেট কারো ফোনে কথা বলেননি এবং চালককে তাৎক্ষণিকভাবে ৩ হাজার টাকা জরিমানা করেন।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে পৌরসদরের এ অভিযানে যানজট সৃষ্টি, বৈধ কাগজপত্র না থাকা, লাইসেন্সবিহীনভাবে গাড়ি চালানোসহ নানা অভিযোগে মোট ৭ জন চালককে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতা করেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) সীতাকুণ্ড উপজেলা কমিটির আহ্বায়ক সাঈম হাসান সানি, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ সংগঠনের নেতাকর্মীরা, বিআরটিএ কর্মকর্তারা এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশের সদস্যরা। ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান নিয়মিত চলবে। আইন মানার সংস্কৃতি গড়তে হলে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতেই হবে।
খালেদ / পোস্টকার্ড ;