অস্ত্রসহ সীতাকুণ্ডে ১৪ ডাকাত গ্রেপ্তার

অস্ত্রসহ সীতাকুণ্ডে ১৪ ডাকাত গ্রেপ্তার
অস্ত্রসহ সীতাকুণ্ডে ১৪ ডাকাত গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

চট্টগ্রামের সীতাকুণ্ড গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ ভরি স্বর্ণ, নগদ টাকাসহ উদ্ধার ও ২টি এলজি বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম জানান, গত ৪ ফেব্রুয়ারী ডাকাত রফিকুল ইসলাম রাকিব (২৫) কে পুলিশ গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি মতে আন্তঃজেলা ডাকাতের সর্দ্দার নোয়াখালীর বাসিন্দা আব্দুল কাদের মোতালেবকে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে বুধবার রাতে মোতালেব ও শাহিনকে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । মোতালেবের স্বীকার মতে তার বাসা থেকে ২টি দেশীয় সচল এলজি,২টি কার্তুজ, ৬টি বিভিন্ন সাইজের ছোরা, ২টি কোরাবারি, ১০টি বিভিন্ন সাইজের টর্চ লাইট, ১টি কালো রঙের হাতলসহ চট্টগ্রাম নগরীর বদ্দারহাট হক মার্কেটের উত্তম জুয়েলার্স দোকান থেকে ১০ ভরি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ডাকাত সর্দার মোতালেবের বিরুদ্ধে ফেনী ও নোয়াখালী থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে ।

গত এক সপ্তাহ আন্তঃজেলা ডাকাতের সর্দারসহ ১৪ জন ডাকাতকে ধরতে সক্ষম হয়েছে বলে জানান, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ। তিনি বলেন, এএসপি সার্কেল আশরাফুল করিম স্যারের নেতৃত্বে আমি ওসি তদন্ত সুমন বনিক, এসআই শরীফ উদ্দীন, টিপলু কুমার মজুমদারসহ গত এক সপ্তায় ১৪ ডাকাত কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।