৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ চিরদিন বাঙালি জাতিকে প্রেরণা যোগাবে: উত্তর জেলা আ.লীগের সভায় মোশাররফ

৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ চিরদিন বাঙালি জাতিকে প্রেরণা যোগাবে: উত্তর জেলা আ.লীগের সভায় মোশাররফ

নিজস্ব প্রতিবেদক।।

সাবেক মন্ত্রী , আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর ভাষণ মুক্তিযোদ্ধাদের হাসিমুখে জীবন দিতে উদ্বুদ্ধ করত। বঙ্গবন্ধুর এ ভাষণ শুধু বাঙালি জাতি নয়, পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে অনন্য উদাহরণ। একাত্তরে ৭ মার্চের ভাষণের পর থেকে মুক্তিযুদ্ধ শুরুর পূর্বক্ষণ পর্যন্ত মূলত: বঙ্গবন্ধুর নির্দেশে দেশ পরিচালিত হয়েছিল। বিশ্ব মানচিত্রে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে প্রেরণ যোগাবে।

তিনি বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণেই প্রকারান্তরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। গতকাল ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো: আতাউর রহমান।

আলোচনায় অংশ নেন অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো: আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, নুরুল আনোয়ার চৌধুরী বাহার, স্বজন কুমার তালুকদার, মোহাম্মদ আলী শাহ, মহিউদ্দিন বাবলু, মহিউদ্দিন রাশেদ, জাফর আহমেদ, ফোরকান উদ্দিন আহমেদ, অ্যাড. এম.এ নাসের চৌধুরী, ফটিকছড়ি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, মো: সেলিম উদ্দিন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এস.এম রাশেদুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. বাসন্তী প্রভা পালিত, কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজিম উদ্দিন তালুকদার, রাশেদ খান মেনন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতেয়ার সাইদ ইরান, বর্তমান সভাপতি তানভির হোসেন তপু, সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম প্রমুখ।

সভাপতির বক্তব্যে এমএ সালাম বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এযাবতকালের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণ। তাঁর ভাষণের রেশ ধরেই এদেশের মুক্তিকামী জনতা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর মেয়র দেবাশীষ পালিত। প্রেস বিজ্ঞপ্তি