২০-২১ ফেব্রুয়ারি উত্তর কাট্টলীতে একুশে বই মেলা

২০-২১ ফেব্রুয়ারি উত্তর কাট্টলীতে একুশে বই মেলা
২০-২১ ফেব্রুয়ারি উত্তর কাট্টলীতে একুশে বই মেলা

নগর প্রতিবেদক ..

আগামি ২০ ও ২১ ফেব্রুয়ারি দুইদিনব্যাপি কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে নিবেদন করে বইমেলার আয়োজন করা হচ্ছে।

কাট্টলী বইমেলা পরিষদের উপদেষ্টা মো. ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও উদ্যোক্তা টুনটু দাশ বিজয় ও সমন্বয়ক সাইফুদ্দিন আহমেদ সাকীর যৌথ সঞ্চালনায় কর্ণেলহাটের ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেনে এই উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক আলাউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ডা. মুখেশ কুমার দত্ত অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরেন্দ্র লাল দে, আবদুস সালাম, ইঞ্জিনিয়ার কৃষ্ণ ভজন আচার্য্য, মুক্তিযোদ্ধা নুরউদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, যামীনী দে, আলী আজমী মিঠু, কংকন দাশ শর্মা, মহিউদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ।

সভায় ভোরের আলো, টিম কাট্টলী, তারুণ্যের আলো, কাট্টলী ফ্রেন্ডস সোসাইটি, কাট্টলী নূরুল হক চৌধুরী প্রাক্তন ছাত্র সমিতিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এটি কাট্টলীবাসীর জন্য একটি গৌরবের বিষয়। এই বইমেলা এই অঞ্চলের প্রাণের স্পন্দনে পরিণত হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। বক্তারা ১ম বারের মতো অনুষ্ঠিতব্য এই বই মেলা সফল করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

বইমেলা কর্তৃপক্ষ জানায়, ঢাকা ও চট্টগ্রামের অসংখ্য প্রকাশনা সংস্থা এতে অংশ নেবে। এই মেলা আগামি ২০ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় উদ্বোধন করা হবে।