১০,০০০ সিল্কি হিজাব বিনামূল্যে বিতরণ করবে মালেশিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘ইফাহ হিজাব’

পোস্টকার্ড ডেস্ক ।।

১০,০০০ সিল্কি হিজাব বিনামূল্যে বিতরণ করবে মালেশিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘ইফাহ হিজাব’

১০,০০০ সিল্কি হিজাব বিনামূল্যে বিতরণের ঘোষণা দিয়েছে মালেশিয়ান ফ্যাশন ব্র্যান্ড ‘ইফাহ হিজাব’ কর্তৃপক্ষ । কোম্পানিটির উদ্বোধন উপলক্ষ্যে এসব হিজাব বিতরণ করা হবে। খবর ইয়াহু নিউজের

জানা গেছে, আগামী ১৪ অক্টোবর থেকে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্যই এমন অভূতপূর্ব উদ্যোগ বলে জানান কর্তৃপক্ষ।

তারা জানান, নানান রঙ ও ডিজাইনের উন্নতমানের কিছু হিজাব, নিকাব ও স্কার্ফ আনতে যাচ্ছেন তারা, যার মূল্য থাকবে হাতের নাগালে। সাধারণত সিল্কের হিজাবগুলোর দাম থাকে আকাশচুম্বি। যেন মধ্যবিত্ত রূচিশীল নারীরাও আরামদায়ক পোশাক পরার সুযোগ লাভ করতে পারেন সে জন্যই তাদের এ উদ্যোগ।

ইফাহ হিজাব জানিয়েছে, উন্নতমানের সিল্ক দিয়ে তৈরি এসব স্কার্ফ আলোর নিচে খুব উজ্জ্বল দেখাবে। আর রোদের প্রখরতা কমাতেও সাহায্য করবে। ফলে হিজাব ব্যবহারকারীর চেহারা থাকবে কোমল।

এছাড়া গরমে হিজাব পরিধানকারীর চামড়া জ্বালা করবে না এবং চুল থাকবে জটমুক্ত।