হাটহাজারী সরকারী কলেজের ছাত্রী নিজের বাল্যবিবাহ নিজেই ঠেকালেন

হাটহাজারী প্রতিনিধি ।।

হাটহাজারী সরকারী কলেজের ছাত্রী নিজের বাল্যবিবাহ নিজেই ঠেকালেন
হাটহাজারী সরকারী কলেজের ছাত্রী

হাঠাহাজারী একটি বিয়ের কনের বাড়িতে হৈ হুল্লোড় করে চলছে বিয়ে’র আয়োজন। দুই পক্ষের আত্মীয়স্বজনদের আনন্দে মুখরিত পুরো বাড়ির আঙ্গিনা । চলছে বর আগমনের প্রস্তুতি ও মেহমানদের আপ্যায়ন। তখন হঠাৎ বিয়ে বাড়িতে পুলিশ দেখে সবার চোখ কপালে উঠে গেল। যেন আকাশ ভেঙ্গে পড়ল মাথার উপর।

এ রকম একটি ঘটনা ঘটেছে শুক্রবার ২৭ সেপ্টেম্বর বেলা ১টার দিকে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের পেশকার বাড়ি (প্রকাশ খাঁনর বাড়ি)। ১৮ বছর না হওয়ায় কনে হাটহাজারী সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী জান্নাতুল মাওয়া (১৭) নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীনকে ফোন করে বিষয়টি অবহিত করে।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন সিপ্লাস’কে বলেন, কনে জান্নাতুল মাওয়া নিজে আমাকে ফোন করে বলেছে আমার ১৮ বছর হয়নি এবং আমার অমতে আমার পরিবার বাল্যবিবাহ দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বিয়ে বাড়িতে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসাকে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দিতে বলি। বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার কারণে মেয়ের পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৮ বছর না হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকাও দিয়েছেন তাঁরা।