সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০১তম খোশরোজ সম্পন্ন

সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০১তম খোশরোজ সম্পন্ন

নাজিরহাট প্রতিনিধি।।

লাখো লাখো ভক্তের আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনি ও আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে আধ্যাত্মিক সাধক হযরত গাউছুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর (ক.) পুত্র মাইজভান্ডারী ত্বরিকার সাধক শাহসূফি সৈয়দ শফিউল বশর (ক.) মাইজভান্ডারীর ১০১তম খোশরোজ শরীফ গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

মাইজভান্ডার দরবার শাহী ময়দানে কোরআন সুন্নাহর মাহফিল, মিলাত ও জিকির শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (মজিআ)।

এ সময় তিনি বলেন, কোরআন সুন্নাহর আলোকে সকলকে জীবন গড়তে হবে। নামাজ পড়তে হবে, হালাল থাকতে হবে। মাইজভান্ডারী দর্শন হচ্ছে ঐশী প্রেমবাদ ও মানবতাবাদী দর্শন। এ দর্শনে রয়েছে সবার উপরে মানুষ। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাওয়াই মাইজভান্ডারী মহাত্মাদের জীবন সাধনার মূল লক্ষ্য। মোনাজাতের সময় সৈয়দ নূরুল বশর মাইজভান্ডারীসহ লাখো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাতের আগে সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী (মজিআ) লাখো ভক্তবৃন্দ নিয়ে শাহী ময়দানে আছরের নামাজ আদায় করেন। এছাড়া খোজরোজ শরীফে আগত ভক্তরা গাউছিয়া রহমান মঞ্জিলে সাজ্জাদনশীন শাহ্সুফি মাওলানা সৈয়দ মজিবুল বশর মাইজভান্ডারীসহ অন্যান্য সকল সাজ্জাদানশীনদের সাথে দীর্ঘ লাইন ধরে সাক্ষাৎ করে দোয়া কামনা করতে দেখা গেছে। খোজরোজ শরীফে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসন, থানা ও নাজিরহাট হাইওয়ে পুলিশের পাশাপাশি গাউছিয়া রহমান মঞ্জিলের কয়েক শতাধিক স্বেচ্ছাসেবক আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত ছিল।

এদিকে খোশরোজ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় ফটিকছড়ির এমপি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান, মাইজভান্ডার ওরশ কমিটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।