সরকারি স্কুলে ভর্তিতে অনলাইনে আবেদন শুরু আজ, ৫ স্কুল পছন্দের সুযোগ

সরকারি স্কুলে ভর্তিতে অনলাইনে আবেদন শুরু আজ, ৫ স্কুল পছন্দের সুযোগ

পোস্টকার্ড ডেস্ক ।।

আজ (১৫ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম নগরীর ১০টি সরকারি স্কুলে ভর্তিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া । মঙ্গলবার সকাল দশটা থেকে স্কুল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (http://www.gsa.teletalk.com.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবে ভর্তিচ্ছুরা। আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে।

সর্বোচ্চ আবেদন :

মাউশির নির্দেশনা অনুযায়ী এবার একজন শিক্ষার্র্থী সর্বোচ্চ ৫টি স্কুলে আবেদন করার সুযোগ পাবে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ স ম জামসেদ খোন্দকার।

জেলাপ্রশাসন ও স্কুল সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে- একটি আবেদনেই ৫টি শিফট বা স্কুল পছন্দ দিয়ে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। একই স্কুলের একাধিক (মর্নিং ও ডে) শিফটে আবেদনের সুযোগ থাকছে এবার। সেক্ষেত্রে মোট ৫টি শিফট পছন্দ করা যাবে।

প্রসঙ্গত, সামপ্রতিক বছরগুলোতে নগরীর স্কুলগুলোকে তিনটি ক্লাস্টারে ভাগ করে ভর্তি পরীক্ষা নেয়া হতো। একটি ক্লাস্টারে একটি করে স্কুল পছন্দ দিয়ে আবেদন করতে হতো শিক্ষার্থীদের। সে হিসেবে তিনটি ক্লাস্টারে সর্বোচ্চ তিনটি স্কুলে আবেদনের সুযোগ ছিল ভর্তিচ্ছুদের। এবার ৫টি শিফট বা স্কুল পছন্দ দিয়ে আবেদনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

আবেদন ও লটারির সময়সূচি :

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী- ভর্তি পরীক্ষার পরিবর্তে সরকারি স্কুলগুলোর ৫ম থেকে ৯ম শ্রেণিতে এবার লটারির মাধ্যমেই ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। আর ভর্তি প্রক্রিয়ায় অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার সকাল ১০টায়। ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহন শেষে একযোগে লটারি অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। কেন্দ্রীয়ভাবে সফটওয়্যায়েরর মাধ্যমে এ লটারি কার্যক্রম সম্পন্ন করবে টেলিটক। অনলাইন লটারির মাধ্যমেই ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

আবেদন ফি :

করোনা পরিস্থিতির কারণে আবেদন ফি কমিয়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে এবার। আগে এ ফি ১৭০ টাকা ছিল। কেবল টেলিটিক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে অনলাইনে এ ফি দেয়া যাবে।

আসন সংখ্যা :

এতদিন মহানগরে সরকারি স্কুলের সংখ্যা ৯টি থাকলেও এবছর থেকে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজও এ তালিকায় যুক্ত হয়েছে। সে সুবাদে নগরীতে সরকারি স্কুলের সংখ্যা এখন দশটি। দশটি সরকারি স্কুলে ৫ম থেকে ৯ম শ্রেণিতে মোট ৩ হাজার ৯১০টি শূন্য আসনের বিপরীতে এবার ভাগ্যের লড়াইয়ে অবতীর্ণ হবে শিক্ষার্থীরা। এর মধ্যে ৫ম শ্রেণিতে ২ হাজার, ৬ষ্ঠ শ্রেণিতে ৭৬৫, ৭ম শ্রেণিতে ২০, অষ্টমে ১৭০ এবং নবম শ্রেণিতে ৯৫৫ জন শিক্ষার্থী এবার ভর্তির সুযোগ পাবে। জেলা প্রশাসন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।