সন্দ্বীপের সারিকাইতে আগুনে পুড়ে ৫ ঘর ছাই, ১৫ লক্ষ টাকা ক্ষতি

সন্দ্বীপের সারিকাইতে আগুনে পুড়ে ৫ ঘর ছাই, ১৫ লক্ষ টাকা ক্ষতি
সন্দ্বীপের সারিকাইতআগুনে ৫ ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকা ক্ষতি

সন্দ্বীপ প্রতিনিধি ।।

মঙ্গলবার সকালে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের রূপের বাড়িতে আগুন লেগে ৫ টি ঘর পুড়ে ছাই হয়ে যায় ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সকাল সাড়ে দশটায় সারিকাইত ইউনিয়নের রূপের বাড়ির নাছিরের মা গ্রামীণ কাচা চুলা জ্বালিয়ে পুকুরে চলে যাওয়ায় চুলার পাশে রাখা শুকনো পাতা ও খড়িতে আগুন লাগে।
এতে নাছিরের ঘরের উত্তর পাশের আইয়ুব খান, নিজাম উদ্দিন তুফান ও লিটনের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। নাছিরের ঘরের দক্ষিণ পাশে প্রবাসী আনোয়ারের আধাপাকা ঘরের উপরের চালা পুড়ে যায়।

এলাকাবাসীর প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনে পুড়ে যাওয়া একটি ঘরের মালিক আইয়ুব খান জানান, নাছিরের ঘরের চুলা থেকে আগুন লেগে আমার ঘর পুড়ে শেষ হয়ে গেছে।

দুইদিন আগে মেয়ের বিয়ের জন্য দুই ভরি স্বর্ণ কিনে এনেছিলাম। আগুনে সব শেষ হয়ে গেল। এখন আমার ঘর নাই, আগুন নিভানোর পর খুজে স্বর্ণগুলোও পাইনি।এলাকায় এলাকায় ফেরী করে যা জমিয়েছি সব শেষ হয়ে গেল।

এখন আমি খাব কি, থাকব কোথায়, মেয়ের বিয়ে দেব কিভাবে? আগুনে বসতঘর ও অন্যান্য মালামাল সহ মো. নাছিরের ২ লাখ, আইয়ুব খানের ৫ লাখ,নিজাম উদ্দিনের ৩ লাখ, মামুন ও তার ভাই লিটনের ৩ লাখ এবং আনোয়ারের ২ লাখ টাকাসহ মোট ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সৌম্বধি চাকমা ও সন্দ্বীপ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরিফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নির্বাহী অফিসার বিদর্শী সৌম্বধি চাকমা জানান, আগুন লাগার খবর শুনে আমি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কম্বল দিয়েছি এবং তাদের আত্মীয়দের ঘরে আশ্রয়ের ব্যাবস্থা নেওয়া হয়েছে। তাদের সহযোগীতার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।