স্নাতক সম্পন্ন মাত্র ৯ বছরে !

স্নাতক সম্পন্ন মাত্র ৯ বছরে !

পোস্টকার্ড ডেস্ক ।।

নয় বছর মাত্র তার বয়স । এত অল্প বয়সে স্নাতক সম্পন্ন করতে যাচ্ছেন বেলজিয়ামের এক বিস্ময়বালক। আগামী ডিসেম্বর মাসে আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলোজিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ওপর স্নাতক কোর্স সম্পন্ন হবে এই বালকের।  

জানা যায়, অসাধারণ মেধাবী এই বালকের নাম লরেন্ত সিমন্স। নয় বছর বয়সী ছেলেটির মেধা সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে। লরেন্ত চারটি ভাষায় কথা বলতে পারে।

লরেন্তের বাবা আন্তর্জাতিক সংবাদ সংস্থা কেবল নিউজ নেটওয়ার্ককে (সিএনএন) জানান, স্নাতক সম্পন্ন করার পর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর পিএইচডি করতে চায় লরেন্ত। এর পাশাপাশি মেডিসিন নিয়েও লেখাপড়া করছে তার ছেলে।

দ্য মেইল জানিয়েছে, মাত্র আট বছর বয়সে মাধ্যমিকের লেখাপড়া শেষ করেছে লরেন্ত। ডিসেম্বর মাসে লরেন্তের স্নাতক সম্পন্ন হলে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে কম বয়সে স্নাতক ডিগ্রি অর্জনের রেকর্ড গড়বে সে।

জানা গেছে, লরেন্তের সব মিলিয়ে ১৮ মাস সময় লাগতে যাচ্ছে মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করতে। লরেন্তের ইচ্ছা হার্ট সার্জন বা নভোচারী হওয়ার।

দ্য টেলিগ্রাফকে লরেন্ত জানিয়েছে, তার লক্ষ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া। কারণ হিসেবে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার আবহাওয়া ভালো।

অন্যদিকে, লরেন্ত সিমন্সের বাবা আলেক্সান্ডার সিমন্সের ইচ্ছা, তার ছেলে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমাক।

লরেন্ত সিমন্সের লক্ষ্য পিএইচডি করা। তিনি কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ও রোবটিক্স নিয়ে গবেষণা করতে চান। সেটা যুক্তরাজ্যে করতে পারলে দারুণ হবে বলেও জানান তিনি।