স্থানীয় এনজিও'র অর্ডার করা রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য তৈরি ৬৫৯ চাপাতি উদ্ধার!

কক্সবাজার প্রতিনিধি ।।

স্থানীয় এনজিও'র  অর্ডার করা রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য তৈরি ৬৫৯ চাপাতি উদ্ধার!
স্থানীয় এনজিও'র অর্ডার করা রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের জন্য তৈরি ৬৫৯ চাপাতি উদ্ধার!
কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুকিয়ার একটি কামারের দোকান থেকে ৬৫৯ পিস চাপাতির মত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব দেশীয় অস্ত্র রোহিঙ্গাদের মধ্যে সরবরাহ করতে স্থানীয় একটি এনজিও তৈরী করার অর্ডার দিয়েছিল। লোহা দিয়ে লম্বা এবং মাথায় বাঁকানো এসব দেশিয় অস্ত্রের নাম কি এবং কি কাজে ব্যবহার করা হয় নিশ্চিত হওয়া যায়নী।
 
সোমবার সকাল ১২ টায় উখিয়া উপজেলার সহকরী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম এর নেতৃত্বে এক অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
ফখলুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই দোকানে অভিযান চালানো হয়। সাইফুল্লাহ নামে এক ব্যক্তি এসব চাপাতি রোহিঙ্গাদের জন্য অর্ডার দিয়েছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এই দোকানে দুই হাজার ছয়শ’টির মতো চাপাতি বানাতে দেওয়া হয়েছিল। এগুলো গত ৯ আগস্ট সাপ্লাই দেওয়ার কথা ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
 
দোকানি অধীর দাস সাংবাদিকদের বলেন, ‘মুক্তি নামে একটি এনজিও সংস্থার লোক পরিচয়ে ভালুকিয়ার বাসিন্দা সাইফুল্লাহ এক মাস আগে দুই হাজার ৬০০ পিস চাপাতি তৈরির অর্ডার দেন। এর জন্য আমাকে ৩০ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন। এর বাইরে কিছু জানি না।’
 
উখিয়া থানার ওসি মো” আবুল মন্ছুর জানান, চাপাতি উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চাপাতি গুলো জব্দ করা হয়েছে। একই সাথে চাপাতি উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত করছে। তবে এ বিষয়ে এনজিও ‘মুক্তি’র পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হয়নি।