সীতাকুন্ডের শিবচতুর্দশী মেলা পুণ্যার্থীতে পূর্ণ

সীতাকুন্ডের শিবচতুর্দশী মেলা  পুণ্যার্থীতে  পূর্ণ
সীতাকুন্ডের শিবচতুর্দশী মেলা পুণ্যার্থীতে পূর্ণ

পোস্টকার্ড ডেস্ক।।

সীতাকুন্ডে শুরু হয়েছে শিবচতুর্দশী মেলা । প্রতিবছরের মতো সোমবার থেকে শুরু হয়ে আগামিকাল বুধবার পর্যন্ত তিথি অনুসারে মেলা চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। তবে এবারের মেলায় তীর্থযাত্রীরা স্নান, তর্পণ, শ্রাদ্ধ, চন্দ্রনাথসহ বিভিন্ন মঠ-মন্দির দর্শন করলেও মেলায় ৩ দিনব্যাপি মূল আকর্ষণ রাষ্ট্রীয় অতিথি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে বিশ^ বৈদিক সম্মেলন, মহোৎসব ও আলোচনা সভা থাকছে না এবার। মেলার তিথির দিন মহাদেবের জন্মদিন হওয়ায় এবারের মেলায় পূর্বের সময়ের অধিক পুন্যার্থী সমাগম হবে। প্রতিবছরের ন্যায় এবারও মেলায় দেশ-বিদেশ থেকে প্রায় ১৫ লক্ষাধিকের বেশি পুণ্যার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।

আজ মঙ্গলবার ভোরগত রাত ২টা ৫০ মিনিট ৪৪ সেকেন্ডে তিথি শুরু হবে এবং শেষ হবে ২ মার্চ বুধবার ভোরগত রাত ১টা ৭ মিনিট ৪৮ সেকেন্ডে। মেলার মূল আকর্ষণ পুণ্যার্থীদের জন্য ৩ দিন ও দোল পূর্ণিমা ২ দিন থাকলে এক মাস পর্যন্ত এই মেলা চলমান থাকবে।

জানা যায়, সীতাকুন্ডের শিবচতুর্দশী মেলা হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় মেলা হলেও এটি ঐতিহ্যগতভাবে সব ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের মূল মেলা তিনদিন পর শেষ হলেও এই মেলা চলবে দীর্ঘ এক মাস। যেখানে সীতাকুন্ড উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগমন ঘটে। মেলা চলাকালীন সময়ে পুণ্যার্থীদের সুবিধার্থে সকল যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন ৩ মিনিট করে দাঁড়াবে সীতাকুন্ড রেল স্টেশনে। তবে সীতাকুন্ড থেকে ঢাকা যেতে চাইলে কুমিরা রেল স্টেশনে যেতে হবে। সেখানে ঢাকামুখি মহানগর ও চট্টলা এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে।

মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, ‘করোনার কথা চিন্তা করে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করছি। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে মেলায় মাক্স পড়ার বিষয়ে আমাদের যথেষ্ট পরামর্শ দেয়া থাকলেও এটি বাস্তবায়নে বেগ পেতে হতে পারে। তবে প্রতিটি মঠমন্দিরে, বিশেষ করে শম্ভুনাথ মন্দির, বিরূপাক্ষ ও চন্দ্রনাথ মন্দিরে নারী-পুরুষের জন্য আলাদা সারি করে দিয়েছি, যাতে পুণ্যার্থীরা সহজে মঠ-মন্দির দর্শন করতে পারেন’।

মেলায় পুণ্যার্থী সমাগম ও সামাজিক দূরত্বের বিষয়ে জানতে চাইলে স্নান কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ বলেন, ‘আসলে আমরা এবারের মেলায় সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে ইতোমধ্যে মেলার মূল আকর্ষণ বিশ্ব বৈদিক সম্মেলন, মহোৎসব ও আলোচনা সভা রাখছি না। যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও রাষ্ট্রীয় অতিথিরা থাকতো। করোনাকালীন সময় মাথায় রেখে আমরা বেশি লোকের জমায়েত এড়িয়ে চলার চেষ্টা করবো। কতটুকু পারি বলতে পারছি না। আগত পুণ্যার্থীরা শিব মন্দিরে পূজা-অর্চনা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবেন’।

সীতাকুন্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আমাদের বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। মহাসড়ক থেকে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত ওঠানামায় যতগুলো পথ রয়েছে, সব পথে আমাদের নিয়ন্ত্রণ থাকবে। পাঁচ শতাধিক পুলিশ মোতায়েনের পাশাপাশি মেলার বিভিন্ন স্থানে সিসিটিভির মাধ্যমে আমরা অপরাধী শনাক্ত করবো। মেলায় কেউ আইনের বিঘœ ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিব। পুলিশের পাশাপাশি এবারের মেলায় র‌্যাবের টহল টিমও নিয়মিত কাজ করবে’।

মেলার সার্বিক বিষয়ে সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির কার্যকরী সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, ‘সামাজিত দূরত্ব বজায় রেখে ধর্মীয় আচার-অনুষ্ঠান পূজা-অর্চণা মেলায় আগত পুণ্যার্থীরা করতে পারবে। তাও ধর্মীয় নিয়মনীতি মেনে পালন করতে হবে। মেলায় আগত পুণ্যার্থীদের শতভাগ মাক্স ব্যবহারে মাক্স বিতরণ করা হবে। মাক্স বিতরণ উপজেলা প্রশাসনের একাধিক টিমসহ মেলা আয়োজক কমিটির একাধিক টিম কাজ করবে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে মেলায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা সীতাকুন্ড ডিগ্রী কলেজ ও ইকোপার্কে অবস্থান করবে’।

খালেদ / পোস্টকার্ড ;