সীতাকুন্ডের ফৌজদারহাট বাজারের ময়লা আবর্জনা, দূর্ভোগে পথচারীরা

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুন্ডের ফৌজদারহাট বাজারের ময়লা আবর্জনা, দূর্ভোগে পথচারীরা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ময়লা আবর্জনায় দারুণ দূর্ভোগে আছে পথচারীরা।

ফৌজদারহাট চিস্তিয়া হাফেজিয়া এতিমখানার শিশুরা,ফৌজদারহাট কেএম উচ্চ বিদ্যালয় ও ফৌজদারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে নাকে হাত দিয়ে চলতে হচ্ছে।

পুরো দেশে যখন ডেঙ্গু,ম্যালেরিয়া, টাইফয়েড রোগ নিয়ে সচেতনতা চলছে,সেখানে ফৌজদারহাট বাজার ব্যতিক্রম। বাজারের দোকানীরা বলেন,ময়লা পঁচে মশা মাছির সৃষ্টি হচ্ছে, ময়লাগুলোর কারনে অনেক সমস্যা হচ্ছে। জরুরী ভিত্তিতে ময়লা অপসারণ করে পথচারী,শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচলের জন্য পরিস্কার করা প্রয়োজন।

এবিষয়ে সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ বলেন,ইউনিয়ন পরিষদের নিজস্ব কোন জায়গা নাই, যার কারণে ময়লা সরানো সম্ভব হচ্ছে না।তিনি আরো বলেন,উক্ত বাজার কমিটি কোন ব্যবস্থা নিচ্ছে না।দোকানদাররা ময়লা পেলে।

ফৌজদারহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক শামসু সওদাগর বলেন,আমরা অসহায় আমাদের কথা কেউ শুনছে না। তিনটা খাবার হোটেল,দুইটা ফলের দোকানের সকল ময়লা পেলে জমা করে। বাজার কমিটির পক্ষ হতে বেশ কয়েকবার পরিষ্কার করা হয়েছিল বলে জানিয়েছেন।

যারা দোষী তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া জরুরী বলে সাধারণ জনগন মনে করেন।