সীতকুন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

পোস্টকার্ড প্রতিনিধি ।।

সীতকুন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে ' সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে ।

এ উপলক্ষে বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন এর আয়োজনে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন এর সভাপতিত্বে ও ফায়ারম্যান মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, সাদেক মস্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর সাদেক,ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, রেডিও সাগর গিরি সিনিয়র প্রযোজক সঞ্জয় চৌধুরী, ফায়ার সার্ভিসের ভোলেনটিয়ার নওসিন আল মাহমুদ। এ.জি.এম.আই গ্যাস লিঃ এর সিকিউরিটি এন্ড সেপ্টি ম্যানেজার খোরশেদ আলম, ইপসা এরিয়া ম্যানাজার দিদারুল ইসলাম, ফায়ার সার্ভিস লিডার মঈন উদ্দীন, আবুল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেন।