সীতাকুন্ডে ফেসবুকে গরু বিক্রিতে চলছে তোড়জোড়

সীতাকুন্ডে ফেসবুকে গরু বিক্রিতে চলছে তোড়জোড়
সীতাকুন্ডে ফেসবুকে বুকে গরু বিক্রিতে চলছে তোড়জোড়

নাছির উদ্দীন শিবলু ।। 

ফেসবুক খুললে প্রতিদিন চোখে পড়ছে গরু বিক্রির করার পোষ্ট। ছোট-বড় নানা রঙের পশুর ছবিতে ঝল-ঝল করে উঠে চোখ-মুখ। ক্রেতার মনোযোগ আকর্ষনে পেছনে-সামনে ও পাশ হতে পশুর ছবি তুলে পেইজ বুকে আপ-লোড করছে বিক্রেতারা। কৃষক ও পশু পালনকারীরা পেইজবুকে পশু বিক্রির ছবি আপ-লোড দেয়ার ফলে অনলাইনে বিক্রির সম্ভাবনা দেখা দিচ্ছে বহুগুনে। সে সাথে সঠিক মূল্য পেয়ে পশু বিক্রিতে ভাল লাভের আশা বিক্রেতাদের।

ফেসবুকে পশু বিক্রেতা আল মামুন বলেন,‘ করোনা পরিস্থিতিতে হাটে পশু বিক্রি কঠিন হয়ে উঠবে। তাই ফেজবুকের মাধ্যমে বিক্রি করা খুবই নিরাপদ পদ্ধতি। এ পদ্বতি নিরাপদ থাকার পাশাপাশী যথাযথ মূল্যে দিয়ে ভাল মানের পশু ক্রয় করবে ক্রেতরা। ফলে ক্রেতাদেরও আগ্রহ নিরাপদ থেকে কোরবানীটা ভালভাবে সম্পন্ন করা।

এদিকে, পশু পছন্দ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর-দাম শুরু করেছে ক্রেতারা। আর পশু পছন্দ হতেই বিক্রেতার নিকট ছুটছে ক্রেতরা। সে সাথে দামের সমন্বয় হলে কিনে নিচ্ছে পছন্দের পশু। তাছাড়া অনলাইন পদ্বতির মাধ্যমে হাটের হাসিল ও দালালের খপ্পর হতে রেহায় পাচ্ছেন বলে জানান সর্বসাধারণ।

স্থানীয় জামশেদ উদ্দিন বলেন,‘ হাট- বাজারে দিন খেটে পরিশ্রম করার চেয়ে ফেজবুকে পশু পছন্দের পশুটা ক্রয় নেয়াটা উত্তম। এতে করে ক্রেতা-বিক্রেতা উভয় করোনামুক্ত থাকবে। তাছাড়া হাসিল, দালাল ও রোগা পশুর ঝামেলা না থাকায় আর্থিকভাবে টাকা সাশ্রয় হয়ে থাকবে বলে জানান তারা।।