সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ৯ বসত ঘরে অগ্নিকান্ড, এক কোটি টাকার ক্ষতি

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ৯ বসত ঘরে অগ্নিকান্ড, এক কোটি টাকার ক্ষতি
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ৯ বসত ঘরে অগ্নিকান্ড, এক কোটি টাকার ক্ষতি

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

ভয়াবহ অগ্নিকান্ডে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে ৯টি বসত ঘর পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত পৌনে ২ টার সময় বাড়বকুণ্ডের উত্তর নডালিয়া গ্রামের ইজ্জত আলী সেরাং এর বাড়িতে উক্ত আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে পৌছার আগেই ৯ টি বসত ঘর সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায় বাড়ির সকলে ঘুমন্ত থাকা অবস্থায় রাত পৌনে দুইটার দিকে জৈনক খোরশেদ আলমের ঘর থেকে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মূহুর্তেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৯পরিবারের হাঁস-মুরগী থেকে শুরু করে টাকা-পয়সা, কাপড় ছোপড়সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। টাকা পয়সা, ঘরের আসবাবপত্র মিলে ৯ পরিবারের প্রায় এক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা ক্ষতিগস্ত ফ্যামেলী।

এব্যাপারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শরিফ বলেন, রাত ২ টার দিকে খবর পেয়ে আমরা মহাসড়ক থেকে প্রায় তিন কিলোমিটার ভিতরে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। আগুনে ৯ টি বসত ঘর পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট থেকে আগুন লেগেছে।