সীতাকুণ্ডের বিভিন্ন কন্টেনার ডিপোতে অনিয়ম, ফায়ার সার্ভিসের উদ্বেগ

সীতাকুণ্ডের বিভিন্ন কন্টেনার ডিপোতে অনিয়ম, ফায়ার সার্ভিসের উদ্বেগ
সীতাকুণ্ডের বিভিন্ন কন্টেনার ডিপোতে অনিয়ম, ফায়ার সার্ভিসের উদ্বেগ

বিশেষ প্রতিবেদক ।।

সীতাকুণ্ডের আরো দুটি বেসরকারি কন্টেনার ডিপোতে পাওয়া গেছে ১৫টি অনিয়ম। এ নিয়ে ফায়ার সার্ভিস উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক প্রতিবেদনে সীতাকুণ্ডের কন্টেনার ডিপোগুলোর বিভিন্ন অনিয়ম উঠে আসে। এর মধ্যে একটি কন্টেনার ডিপোতে অঘটন ঘটেছে। তবে বাকি দুটি ডিপোর অনিয়মের কোনো সুরাহা হয়নি বলে ফায়ার সার্ভিস দাবি করেছে।

বিভিন্ন সুত্রে জানা যায়, বিডার নেতৃত্বে একটি দল গত ডিসেম্বর মাসে সীতাকুণ্ডের তিনটি বেসরকারি কন্টেনার ডিপো পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে। এর মধ্যে সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোও ছিল। ওই ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানিসহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। একই সাথে ভাটিয়ারীর বানুরবাজারের পোর্ট লিংক লজিস্টিকসের দুটি ইউনিটে অগ্নিঝুঁকিসহ ১৫টি অনিয়ম-অসঙ্গতির প্রমাণ পেয়েছিল অনুসন্ধানকারী দল। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ওই সময় অগ্নি, বৈদ্যুতিক, যান্ত্রিক ও বিস্ফোরণজনিত নিরাপত্তা আর অবকাঠামোসহ সাতটি বিষয় খতিয়ে দেখার পর দুই ইউনিটে বেশ কিছু অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়ে। ওই সময় একটি ইউনিট পায় ৪৩ শতাংশ আর অপরটি পায় ৪১ দশমিক ৬ সাত শতাংশ নম্বর।

তখনকার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কন্টেনার ডিপো নিরাপদে পরিচালনা করতে ৯টি দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র নেয়ার কথা থাকলেও পোর্ট লিংক লজিস্টিকসের ডিপো দুটি ছয়টি সংস্থার ছাড়পত্র নিয়েছে। অবকাঠামোর ক্ষেত্রে তিনটি স্পষ্ট নির্দেশনা লংঘন করা হয়েছে। অগ্নি নিরাপত্তার ১১টি বিষয় উপেক্ষিত। বৈদ্যুতিক নিরাপত্তায় ছয়টি নির্দেশনা অনুসরণ হয়নি। আর যান্ত্রিক নিরাপত্তায় একটি অনিয়ম ধরা পড়ে। এসব অনিয়মের ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ না নেয়ায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এদিকে পোর্ট লিংক লজিস্টিকসের দুটি ইউনিট ভালোভাবে কন্টেনার হ্যান্ডলিং করছে উল্লেখ করে নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বলেন, এখানে কোনো সমস্যা নেই। পোর্ট লিংকে অগ্নিনির্বাপণসহ নিরাপত্তামূলক সব ধরনের ব্যবস্থা রয়েছে। এটিকে বিশ্বমানের একটি কন্টেনার ডিপো হিসেবে দাবি করে তিনি বলেন, বিএম ডিপোতে সংঘটিত দুর্ঘটনার সাথে পোর্ট লিংককে জড়ানো দুঃখজনক। এসব কে কোত্থেকে বলেছে আমাদের জানা নেই।

খালেদ / পোস্টকার্ড ;