সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে স্বতন্ত্র গার্মেন্টস গ্রিন জোন প্রতিষ্ঠায় ভূমি চায় বিজিএমইএ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে স্বতন্ত্র গার্মেন্টস গ্রিন জোন প্রতিষ্ঠায় ভূমি চায় বিজিএমইএ
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে স্বতন্ত্র গার্মেন্টস গ্রিন জোন প্রতিষ্ঠায় ভূমি চায় বিজিএমইএ

বিশেষ প্রতিবেদক।।

স্বতন্ত্র গার্মেন্টস গ্রিন জোন প্রতিষ্ঠাসহ বিজিএমইএ স্কুল এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনােলজির (সিবিইউএফটি) জন্য সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ভূমি বরাদ্দে জেলা প্রশাসনের প্রয়ােজনীয় পদক্ষেপ চেয়েছে বিজিএমইএ।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে বিজিএমইএর নেতাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ জেলা প্রশাসক মমিনুর রহমানের কাছে এ কথা বলেন। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান বিজিএমইএ নেতৃবৃন্দকে ভূমি বরাদ্দ প্রদানে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় মমিনুর রহমান বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকটেও পােশাক শিল্পের অবদানের ফলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বিশেষ করে করােনাকালীন দুর্যোগের মধ্যেও এই শিল্প জাতীয় অর্থনীতিকে সচল রেখেছে। এ জন্য তিনি সরকারের পক্ষ থেকে বিজিএইএ নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

এ সময় বিজিএমইএ'র প্রথম-সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, কোভিড-১৯ এর সংকট মােকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সফট লােন ও প্রণােদনা প্রদানের প্রেক্ষিতে পােশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বিশ্ব অর্থনৈতিক মন্দায় মুদ্রাস্ফীতির কারণে রপ্তানি বাণিজ্য অস্থিতিশীল হয়ে পড়েছে। এ প্রেক্ষিতে দেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখা ও কর্মসংস্থানের স্বার্থে পােশাক শিল্পকে সার্বিক সহযােগিতার মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। পােশাক শিল্প শ্রমিকদের জীবযাত্রার মান স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে রেশনিং কার্যক্রম চালুর পদক্ষেপ গ্রহণ করতে তিনি অনুরােধ জানান।

তিনি আরাে বলেন, চট্টগ্রামে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা ক্ষুদ্র ও মাঝারি পােশাক শিল্প প্রতিষ্ঠানসমূহকে পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স কারখানা হিসেবে গড়ার লক্ষ্যে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সুবিধাজনক জায়গায় স্বতন্ত্র গার্মেন্টস গ্রিন জোন বরাদ্দ এবং পােশাক শিল্পের ও শ্রমিক-কর্মচারীদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা প্রদানের লক্ষ্যে বিজিএমইএ পরিচালিত স্কুল এবং চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনােলজির (সিবিইউএফটি) জন্য স্বতন্ত্র ক্যাম্পাস পরিচালনার লক্ষ্যে প্রয়ােজনীয় ভূমি বরাদ্দ দেয়া প্রয়ােজন। এ ছাড়াও এই শিল্পের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বিজিএমইএ'র সিনিয়র সহ সভাপতি এসএম মান্নান কচি বলেন, পােশাক শিল্পের বর্তমান পরিস্থিতির সুযােগ নিয়ে কোনাে যাতে মহল বিশৃক্সখলা ও অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ সভাপতি মাে. শহীদুল্লাহ আজিম, সহ সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ সভাপতি মাে. নাসির উদ্দীন ও রাকিবুল আলম চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিজিএমইএ'র পরিচালক মাে, খসরু চৌধুরী, আবদুল্লাহ হিল রাকিব, হারুন-অর-রশিদ, রাজীব চৌধুরী, ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, এ এম শফিউল করিম খােকন, মাে. হাসান জ্যাকি, এম, এহসানুল হক প্রমুখ।

মতবিনিময় শেষে বিজিএমইএ'র সভাপতি ফারুক হাসানের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিজিএমইএ স্মারক ও বনসাই উপহার দেয়া হয়।

খালেদ / পোস্টকার্ড ;