সীতাকুণ্ডের কুমিরা, ভাটিয়ারী, পৌরসভা এবং বারৈয়াঢালায় দুই নারীসহ ৫ জন করোনায় আক্রান্ত

সীতাকুণ্ডের কুমিরা, ভাটিয়ারী, পৌরসভা এবং বারৈয়াঢালায় দুই নারীসহ ৫ জন করোনায় আক্রান্ত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।।

গত ২৪ ঘন্টায় সীতাকুণ্ডে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে দুইজন নারীও রয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির জানান, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ৬১টি নমুনা পরীক্ষা করার পর ৪০টি নমুনা পজেটিভ এসেছে। তার মধ্যে সীতাকুণ্ড উপজেলায় রয়েছে ৫জন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দীন রাশেদও বিষয়টি নিশ্চিত করেছেন। এ পুরো উপজেলায় মোট আক্রান্ত ১২ জন। আক্রান্তদের মধ্যে উপজেলার ছোট কুমিরায় ১ জন, ভাটিয়ারীতে ১ জন, পৌরসভায় ২ জন এবং বারৈয়াঢালায় ১ জন। তাদের মধ্যে কুমিরা এবং ভাটিয়ারীর আক্রান্ত দুইজন মহিলা বলে জানা গেছে।

ইতোমধ্যে আক্রান্তদের বাড়ি ও আশপাশ এলাকায় লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। সীতাকুণ্ডে এ পর্যন্ত ১২ জন আক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন।