সীতাকুণ্ড ও হাটহাজারীতে পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৪ যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ড ও হাটহাজারীতে পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৪ যুবক গ্রেপ্তার
সীতাকুণ্ড ও হাটহাজারীতে পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৪ যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ড ও হাটহাজারী প্রতিনিধি ।।

সীতাকুণ্ড ও হাটহাজারীতে পৃথক অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ও ৯৮ বোতল ফেন্সিডিলসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে হাটহাজারীর পাহাড়তলী ও সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ওমর ফারুক (৩০), মো. সজীব (২১), মো. মাসুম (২৬) ও মো. জাহাঙ্গীর আলম (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, হাটহাজারী থানার পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে ফারুক, সজীব ও মাসুম নামের তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের দেহ তল্লাশি করে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

অপরদিকে শুক্রবার রাতে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। পরে ওই যুবকের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৮ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতদের হাটহাজারী ও সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।