সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম-এর যুগপূর্তি উৎসব ১৪ নভেম্বর

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম-এর যুগপূর্তি উৎসব ১৪ নভেম্বর

আগামী ১৪ নভেম্বর নগরীর পাচঁলাইশ থানাধীন দ্যা কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম-এর একযুগপূর্তি উৎসব উৎযাপিত হবে।

এই অনুষ্ঠান আগামীর জন্য মাইল-ফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম-এর একযুগপূর্তি উৎসব আগের সব উৎসবকে চাপিয়ে ভিন্ন আমেজের স্মরণীয় ও বর্ণিল করার জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। সীতাকুণ্ডের সমস্যা, সম্ভাবনা, সমিতির এক যুগের কর্মকান্ডসহ সংশ্লিস্ট বিষয় ভিত্তিক তথ্যবহুল স্মরণিকা প্রকাশ, সীতাকুণ্ড সমিতি তথা সীতাকুণ্ডের পরিচিতি, পরিধি প্রসার, গুণিজন সংবর্ধনা।

অনুষ্ঠানে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম পদক – ২০১৯ ইং (যারা মনোনীত হয়েছেন) প্রফেসর ড.খায়রুল বশর (রশিদ আল ফারুকী),চ.বি (শিক্ষা ও সাহিত্য) (মরণোত্তর), প্রফেসর সৈয়দ শামসুজ্জোহা, চ.বি (শিক্ষা) (মরণোত্তর), প্রফেসর শামসুল ইসলাম নিজামী.ঢা.বি (শিক্ষা) (মরণোত্তর), আব্দুল খালেক (মরণোত্তর) সাবেক প্রধান শিক্ষক,কলেজিয়েট স্কুল,চট্টগ্রাম। নূরুল আলম (মরণোত্তর)সাবেক প্রধান শিক্ষক,জাফরনগর অপর্ণচরণ উচ্চবিদ্যালয়,সীতাকুণ্ড। জিয়াউল ইসলাম চৌধুরী(সুরুজমিয়া), সমাজসেবা (মরণোত্তর) ৭) বীর মুক্তিযোদ্ধা মো.রহমত উল্লাহ চেয়ারম্যান (মরণোত্তর) সমাজসেবা, চৌধুরী মো.শাহেনশাহ শাহজাহান (মরণোত্তর)সমাজ সেবা। প্রফেসর ড. মাহমুদুল হক, চ.বি (শিক্ষা) ১০) নজির আহমদ (শিক্ষা) সাবেক প্রধান শিক্ষক, সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়। প্রফেসর ড.সৈয়দ গোলাম ফারুক (শিক্ষা ও প্রশাসন) মহাপরিচালক.মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর১২) প্র্ফেসর ড.শিশির ভট্টাচার্য,ঢা.বি (শিক্ষা)। প্রফেসর ড.সাজেদা বেগম নাতাশা,জা.বি (শিক্ষাও পাখি বিশেষজ্ঞ) ১৪) আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ তানভীর (শিল্প ও সমাজসেবা)১৫) মুহাম্মদ মুুসলিম,এডিশনাল ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ। ফারুক মঈনউদ্দীন আহমেদ (ব্যাংকিং) এম.ডি এন্ড সিইও ট্রাষ্ট ব্যাংক লি. বেগম সুরাইয়া আক্তার (শিক্ষা) সাবেক প্রধান শিক্ষক, সরকারি ডা.খাস্তগীর স্কুল,চট্টগ্রাম মেজর (অব,)এম শামসুল আমিন (মুক্তিযুদ্ধ)। ডা. রোকেয়া বেগম (চিকিৎসা) নেজাম উদ্দিন (শিল্প ও সমাজসেবা)। রিজী গ্রুপ (শিল্প ও সমাজসেবা) ইপসা-সমাজ উন্নয়ন সংগঠন।

এছাড়া সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এক যুগপূর্তি স্মারক যাঁরা পাবেন-আলহাজ্ব মোহাম্মদ আজম-প্রতিষ্ঠাতা আহবাক, আলহাজ্ব দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী-প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক, লায়ন এম.ই.আজীজ চৌধুরী লিটন-সাবেক সভাপতি, লায়ন মো.গিয়াস উদ্দিন-সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম তৌহিদুল হক চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক, প্রফেসর এ.কে.এম তফজল হক সাবেক সাধারণ সম্পাদক।