সীতাকুণ্ডে ডাকাত ও চাঁদাবাজ আটক, স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

সীতাকুণ্ডে ডাকাত ও চাঁদাবাজ আটক, স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে ডাকাতি মামলায় একজনকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা। শনিবার বিকেলে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে তাকে আটক করা হয়। তার নামে বর্তমানে থানায় ডাকাতি  মামলা রয়েছে বলে জানান সীতাকুণ্ড মডেল থানার দায়িত্বরত অফিসাররা।

আটককৃত আসামী আব্দুল মোমেন সুমন (২৬) দোয়াজী পাড়া (নতুন বাড়ি), পূর্ব মুরাদপুর, সীতাকুণ্ড, চট্টগ্রাম এর আব্দুল মান্নান এর ছেলে।    

তবে ডাকাতি মামলায় আটক করা হলেও তার বিরুদ্ধে অভিযোগের কোন শেষ নেই। চাঁদাবাজি, মাদক ব্যবসা, মারামারি, হুমকি-ধমকি দিয়ে চাঁদা আদায়সহ ডজন খানেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এমনকি পুলিশের এজাহার মতে সে আন্তজেলা ডাকাত দলেরও সদস্য বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন দীর্ঘ দিন ধরে এলাকার মানুষকে ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে। নতুন কোন বাড়ি নির্মাণ করার খবর পেলেই সুমন হাজির হতো তার বাহিনী নিয়ে। দাবি করে বসতো মোটা অংকের চাঁদা। না দিলে মিলতো প্রাণ নাশের হুমকিও। চাঁদাবাজির পাশাপাশি সে সরকারি জায়গায় দখল করে ইট, বালির ব্যবসা করতো এবং লোকজনকে তার কাছ থেকে ইট-বালি নিতেই হবে বলে হুমকি দিয়ে আসতো। সম্প্রতি সে সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ডে নতুন একটি বিল্ডিং কন্সট্রাকশনের কাজে ঐ ভবনের মালিককে তার কাছ থেকে ইট ও বালি কেনার প্রস্তাব দেয়। মালিক রাজি না হলে সে বলে আমার কাছ থেকে ইট-বালি না নিলে ঘরের কাজ করতে দেওয়া হবে না। এসময় সে ঐ ব্যক্তিকে কুপিয়ে শরীর নামিয়ে ফেলবে বলে হুমকি প্রদান করে। তবে মান সম্মানের দিকে তাকিয়ে এবং এলাকাবাসীর পরামর্শে ঐ ব্যক্তি কাউকে কিছু বলেননি। এমনটা জানিয়েছেন ৬ নং ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি।

শুধু তাই নয় খেলায় মারামারি, মাদক ব্যবসা, চুরি-ডাকাতি, হুমকি, গুন্ডামিসহ  সুমনের নানা অপকর্মে এলাকাবাসি অতিষ্ঠ ছিলো।তার গ্রেফতারের পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও ব্যক্তিবর্গ।

উল্লেখ্য ২০১৯ সালের ৩ ফ্রেবুয়ারি তারিখে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর ও মির্জানগর গ্রামে দুটি ডাকাতির ঘটনায় মামলা হয়। ২৭ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে ঐ মামলায় গ্রেফতার হয় আসামী মেহেদী হাসান রানা। বিজ্ঞ আদালতে ফৌঃকাঃ বিধি ১৬৪ ধারায় রানার জবানবন্দি মতে আব্দুল মোমেন সুমনকে ১৬/০২/২০১৯ তারিখে আটক করা হয়।

বর্তমানে তদন্ত ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে সুমনের বিরুদ্ধে। এই মামলায় সীতাকুণ্ড মডেল থানা আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে। 

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই রবি চরণ বলেন, আমি ডাকাতি মামলায় তাকে আটক করি। তার বিরুদ্ধে এজাহার রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যাবে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুমন চন্দ্র বণিক বলেন,ডাকাতি  মামলায় আব্দুল মোমেন সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।