সীতাকুণ্ড এসিল্যান্ডের ষ্ট্যান্ড রিলিজ প্রত্যাহারের দাবীতে সর্বস্তরের জনসাধারণের মানববন্ধন

সীতাকুণ্ড এসিল্যান্ডের ষ্ট্যান্ড রিলিজ প্রত্যাহারের দাবীতে সর্বস্তরের জনসাধারণের মানববন্ধন
সীতাকুণ্ড এসিল্যান্ডের ষ্ট্যান্ড রিলিজ প্রত্যাহারের দাবীতে সর্বস্তরের জনসাধারণের মানববন্ধন

সীতাকুন্ড প্রতিনিধি ।।

সম্প্রতি সীতাকুণ্ডে ঘটে যাওয়া তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মাহবুবুল হকের স্ট্যান্ড রিলিজ প্রত্যাহার ও স্বপদে বহালের দাবীতে সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে মানববন্ধন করেছে।

জানা যায়, আজ রবিবার (১৫/০৩/২০২০ইং) সকাল সাড়ে ১১টায় পৌরসদরস্থ কলেজ রোডের মাথায় সর্বস্তরের জনসাদারণের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মাহবুবুল হককে প্রদানকৃত ষ্ট্যান্ড রিলিজ প্রত্যাহার ও স্বপদে বহালের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এখানে উল্লেখ্য যে, গুলিয়াখালী সী-বীচে দীর্ঘ দিন ধরে কিছু প্রভাবশালী মহল বীচে কিছু তাঁবু টাঙ্গিয়ে অসামাজিক কর্মকান্ড চালাতে থাকলে এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে উঠে। এই অসামাজিক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকার জনগণ বার বার অনুরোধ জানালেও কোন সংস্থার মাথা ব্যথা ছিল না। সর্বশেষ এসিল্যান্ড সৈয়দ মাহবুবুল হকের কাছে অভিযোগ বা নজরে এলে তিনি গত মঙ্গলবার ১০ মার্চ বিকালে গুলিয়াখালী সী-বীচে অভিযান চালান। অভিযানের সময় কিছু উৎশৃংখল যুবক যুবতীকে আটক করে সামাজিকতার কথা চিন্তা করে সর্তকতা মূলকভাবে তাদের কাছ থেকে মুছলেখা নিয়ে ছেড়ে দেয়। তাছাড়া তাঁবু টাঙ্গিয়ে অসামাজিক কর্মকান্ড চালানো দায়ে ১৫০০/- টাকা জরিমানা করে এবং কয়েকটি তাঁবু জব্দ করে। অপরদিকে স্থানীয় জনগণ অসামাজিক কার্যকলাপের জন্য এক যুবককে ধরে চুল কেটে এসিল্যান্ডের কাছে নিয়ে আসে। এসিল্যান্ড সর্তক করে ছেড়ে দেন।

কিন্তু এক শ্রেণীর ভূমিদস্যু ও অসামাজিক কর্মকান্ড পরিচালনাকারীরা ফেইসবুকে ভাইরাল করে দেয়, “ যে এসিল্যান্ড প্রেমিকার সামনে প্রেমিক যুবকের মাথার চুল কেটে দেয় “ যাহা ছিল মিথ্যা এবং অবান্তর। আর ফেইসবুকের এই ভাইরাল ঘটনাকে যাছাই বাছাই না করে শুরু হয়ে যায় তুমুল লংকা কান্ড। যা কিনা সর্শের ভিতরে ভূতের মত গল্প কাহিনী।

এদিকে জনসাধারণে পক্ষে মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ভূমিদস্যু ও অসামাজিক কার্যকলাপ পছন্দকারী কর্তৃক ফেইসবুকে ভাইরাল করা মিথ্যা একটি ঘটনা যাছাই বাছাই না করে লেখালেখি শুরু হয়ে যায়। অপরদিকে মাননীয় বিভাগীয় কমিশনার কোন তদন্ত যাছাই বাছাই না করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মাহবুবুল হককে ষ্ট্যান্ড রিলিজ করায় আমরা সীতাকুণ্ডবাসী আজ মর্মাহত এবং ব্যথিত। কারণ তিনি ভূমি অফিসে যোগদান করার পর থেকে ঘুষ দূর্নীতি বন্ধ হতে বাধ্য হয়। আর এতে করে ভূমিদস্যু ও দালালদের আতংক হয়ে দাঁড়ায়। এমন কি কোন দালাল যদি ভূমি অফিসে সেবা প্রাপ্ত ব্যক্তির কাছ থেকে অবৈধ ভাবে টাকা আদায় করে থাকলে এসিল্যান্ডের নজরে আসলে সাথে সাথে ঐ টাকা আদায় করে দিতেন এবং ঐ দালালকে ভূমি অফিসে আসা নিষেধ করতেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, এসিল্যান্ড সৈয়দ মাহবুবুল হক সাহেবের ষ্ট্যান্ড রিলিজ বাতিল করে এবং তাকে স্বপদে বহালের জন্য মাননীয় বিভাগীয় কমিশনার স্যারের কাছে অনুরোধ ও আহবান জানাই।