সীতাকুণ্ডে এস এন শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ১,অগ্নিদগ্ধ ৪

সীতাকুণ্ডে এস এন শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ১,অগ্নিদগ্ধ ৪
সীতাকুণ্ডে এস এন শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ১,অগ্নিদগ্ধ ৪

পোস্টকার্ড ডেস্ক।।

সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস দিয়ে লোহা কাটার সময় বয়লার বিস্পোরনে একজন নিহত ও ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

আজ শনিবার দুপুরে উপজেলাধীন মাদামবীবীরহাট এলাকায় এস এন কর্পোরেশনে জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রিপন চাকমা (২৬) ইয়ার্ডের কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন।  তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালার কালাচানের পুত্র বলে জানাগেছে।

আহতরা হচ্ছে লক্ষীপুর জেলার কমলনগর থানার আবুল হাসেম এর পুত্র ফিটারম্যান মোঃ সোহেল(২৯), নওগাঁ জেলার চান্দা থানার খোরশেদ আলমের পুত্র ফিটারম্যান রকেট হোসেন(২৪) এবং ঢাকার মিরপুরের মোঃ আবুর হাসেম এর পুত্র ফিটারম্যান মোঃ মিন্টু (৪১)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুরাতন জাহাজে গ্যাস দিয়ে কাটিং করার সময় হঠাৎ একটি বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় কর্মরত অবস্থায় ৪ শ্রমিক দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করলে রিপন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তিনজন চমেক হাসপাতালের ২৪ ও ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিস্ফোরণ স্থান থেকে উদ্ধার করে ৪ শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষনা করেন। তবে আহতরাও আশংকাজনক বলে তিনি জানান।