সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহীদের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন ইঞ্জিনিয়ার মোশাররফ: ওবায়দুল কাদের

সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহীদের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন ইঞ্জিনিয়ার মোশাররফ: ওবায়দুল কাদের

পোস্টকার্ড ডেস্ক।।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহীদের ব্যাপারে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার (৮ মার্চ) বিকেলে নগরীর সার্কিট হাউজে স্থানীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মূলত আগেই নির্বাচনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে। তিনি যেকোনো প্রয়োজনে নির্বাচন পরিচালনা কমিটিতে সংশোধন, সংযোজন, পরিবর্তন আনতে পারবেন। তার উপর এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। এছাড়া একটি কমিটিও গঠন করা হয়েছে। প্রার্থীদের বিজয়ী করতে তারা যৌথভাবে কাজ করবেন। এ সময় মুজিববর্ষে নেতাকর্মীদের কোনো অপকর্ম এবং বিতর্কিত কাজে না জড়ানোর আহবান জানান তিনি। এদিকে সার্কিট হাউজে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতাদের মধ্যে বৈঠক চলাকালে বিক্ষোভ করেন কাউন্সিলর পদের বিদ্রোহী প্রার্থীরা। এ সময় দলের জন্য কাজ না করে ভুয়া পদ-পদবী দেখিয়ে দলের সমর্থন ভাগিয়ে নিয়েছে অনেকেই, এমন অভিযোগ করেছেন অনেক বিদ্রোহী প্রার্থী।