শহীদ আফ্রিদি কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী !

আন্তর্জাতিক ডেস্ক ।।

শহীদ আফ্রিদি কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী !
শহীদ আফ্রিদি কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী !

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে ভারত সরকার। জম্মু-কাশ্মীরের সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর এ সংকট নিরসনে শুরু থেকেই সোচ্চার ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। শুধু তাই নয়, কাশ্মীর নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকলাপকে ‘বর্বরোচিত’ বলছিলেন আফ্রিদি।

পরে সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে তোপ দেখান ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।  আফ্রিদির ‘কাশ্মীরি ভাইদের প্রতি সংহতি জানাতে’ ভারত-পাকিস্তানের সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলে যাওয়ার কথা বলার পর তাকে ধুয়ে দিলেন গৌতম গম্ভীর। যা অনেক পুরানো খবর।

নতুন খবর হলো- শহীদ আফ্রিদি কী পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন? দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এমন জল্পনা চলছে। এর কারণ হিসাবে অদ্ভূত এক যুক্তি দেখিয়েছেন তারা।

সম্প্রতি পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে শহীদ আফ্রিদিকে। ব্যস, এই প্রকাশ পেতেই পাকিস্তানের সামাজিক  যোগাযোগমাধ্যম জল্পনা শুরু হয়।

ওই ছবিকে ঘিরে টুইটারে কেউ বলছে, ইমরান খানের ক্ষমতা গেলে কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শহীদ আফ্রিদি?

এর জবাবে একজন বলেছেন, শহীদ আফ্রিদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে তাতে ভারতের লাভ! সেই ব্যক্তির যুক্তি, আফ্রিদি খুব বড় মনের মানুষ। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে পাক অধিকৃত কাশ্মীর সবার প্রথম ভারতের হাতে তুলে দেবেন! বলে মন্তব্য করেছেন।

কয়েক দিন আগে মুজফফরাবাদে একটি সম্মেলনে যান আফ্রিদি। আর সেখানেই পাক সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের গফুরের সঙ্গে দেখা হয় শহীদ আফ্রিদির।

পাকিস্তানের এই সাবেক অধিনায়ক কাশ্মীরের সমস্যার সমাধানে বিশ্বের সব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সারা বিশ্বে যেখানেই মানুষের ওপর অন্যায়-অবিচার হবে পাকিস্তানিরা সোচ্চার হবে, প্রতিবাদ করবে। তথ্যসূত্র : খালিজ টাইমস, এএনআই।

উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে শুরু থেকেই সরব আফ্রিদি। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মত ভারতের বিরুদ্ধে তিনিও আওয়াজ তোলেন ।