রোহিঙ্গা নির্যাতনের জবাবদিহিতা করতে হবে মিয়ানমার সেনাদের: আর্ল রবার্ট মিলার

রোহিঙ্গা নির্যাতনের জবাবদিহিতা করতে হবে মিয়ানমার সেনাদের: আর্ল রবার্ট মিলার
জবাবদিহি করতে হবে মিয়ানমার সেনাদের: আর্ল রবার্ট মিলার

পোস্টকার্ড পড়টীবেডক ।।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানিয়েছেন, রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মিয়ানমারের সেনা কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের মিলার বলেন, যুক্তরাষ্ট্র গতকাল মিয়ানমারের চার সেনা কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকেও আমরা অবহিত করেছি। ‘সাত লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে রাখাইন থেকে পালিয়ে গত দুইবছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। অনেকেই সেখানে মানবাধিকার লংঘেনের শিকার হয়েছেন। সে কারণে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনে মিয়ানমারের সেনাদের জবাবদিহি করতে হবে। যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে গণতন্ত্র এবং মানবাধিকার নিশ্চিত করতে চায়।

‘সে কারণেই এই পদক্ষেপ। এর আগেও ২০১৭ সালে মিয়ানমারের কয়েকজন সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র,’ যোগ করেন তিনি।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।