রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্রের উদ্যোগে আ‌নোয়ার সে‌লিমের কাব্যগ্রন্থ কুয়াশার রুপছায়া'র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্রের উদ্যোগে আ‌নোয়ার সে‌লিমের কাব্যগ্রন্থ  কুয়াশার রুপছায়া'র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্রের উদ্যোগে আ‌নোয়ার সে‌লিমের কাব্যগ্রন্থ কুয়াশার রুপছায়া'র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক।।

১৬ জুন শনিবার সন্ধা ৭ টায় জ্যাকসন হাইটের বাংলাদেশ প্লাজায় বাংলাদেশ রাইটার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো কবি আনোয়ার সেলিমের প্রথম কাব্য গ্রন্থ কুয়াশার রূপছায়া এর প্রকাশনা উৎসব।বাংলাদেশ রাইটার্স ক্লাবের আহ্বায়ক কবি মিশুক সেলিমের সভাপতিত্বে সম্পাদক আবু সাইদ রতনের সঞ্চালনায় প্রকাশনা উৎসবে সম্মানিত অতিথি কবি আসাদ মান্নান ও বিশেষ অতিথি ছিলেন টিভি ব্যাক্তিত্ব বেলাল বেগ।

অনুষ্টান কবি কে শুভেচ্ছা জানিয়ে এবং কবির কবিতার নানা দিক নিয়ে আলোচনা করেন,স্বাগত বক্তব্য রাখেন ছড়াকার খালেদ সরফুদ্দীন, লেখক ইশতিয়াক রুপু, কবি শামস আল মমীন, ছড়াকার মনজুর কাদের, লেখক শামছুদ্দিন আজাদ,কবি রওশন হাসান, কবি এ বি এম সালেহ উদ্দিন, কবি হোসাইন কবির, কবি স্বপ্ন কুমার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনিকা রায় চৌধুরী, লেখক রিমি রুম্মান, লেখক সালেম সুলেরী, সুলেখক আবেদীন কাদের, লেখক নুসরত শাহ, কবি মোহাম্মদ আলী বাবুল, কবি মামুনুর রশীদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাসেম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব চন্দন দত্ত, টিভি ব্যাক্তিত্ব বেলাল বেগ, শামীম লুৎফার প্রমুখ।

কবির লেখা কবিতা পাঠ করেন সঞ্চালক আবু সাইদ রতন। নিজের লেখা কবিতা নিয়ে আলোচনা করেন কবি আনোয়ার সেলিম। সর্বশেষে সম্মানিত মেধাবী কবি আসাদ মান্নান মূল্যবান বক্তব্য রাখেন।

সভাপতি সবাইকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কুয়াশার রূপছায়া কাব্যগন্থের প্রকাশনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। কবি আসাদ মান্নান নিজ চাকুরী জীবনে মূল্যবান স্মৃতিচারন আবেগের সঙ্গে উপস্থাপন করেন। বিশেষ করে পদ্মা সেতু তৈরীর নেপথ্য কুশলীদের সম্মানের সহিত স্মরন করলেন কবি আসাদ মান্নান। ৯৪ সনে সরকারী চাকুরীতে থাকাকালীন সময়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বক্তৃতা শুনে অনুপ্রানিত হয়ে রেসকোর্স ময়দানে জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সহযোগী কবি কামাল চৌধুরী এবং গবেষক ও কবি মোহাম্মদ সাদিকের শ্রদ্ধা প্রদর্শনের কাহিনী সবাইকে শুনান শ্রদ্ধার সাথে।

উল্ল‌েখ‌্য কুয়াশার রুপছায়া বই‌য়ের প্রচ্ছদ কর‌ে‌ছেন প্রখ‌্যাত শিল্পী উত্তম সেন ।

খালেদ / পোস্টকার্ড ;