বেহাল দশা ই-পোস্ট সেবার

বেহাল দশা ই-পোস্ট সেবার

নিজস্ব প্রতিবেদক : দেশের অভ্যন্তরে প্রয়োজনীয় ডকুমেন্ট আদান-প্রদান ছাড়াও সাধারণ মানুষকে ডিজিটাল সুবিধা দিতে ২০০০ সালের ১৬ ডিসেম্বর ইলেকট্রনিক ডাক সেবা ই-পোস্ট কার্যক্রম চালু করে সরকার। দেশের বিভিন্ন ডাকঘরে এখন তা মুখ থুবড়ে পড়েছে।

বগুড়া প্রধান ডাকঘরে ২০১৩ সালের প্রথম দিকে চালু হয় ই-পোস্ট কার্যক্রম এখন তা বন্ধ। কিন্তু কর্মকর্তাদের দাবি, প্রযুক্তিগত সেবাগুলো অল্প পরিসরে হলেও চালু আছে।

ফেনী প্রধান ডাকঘরে অনলাইন ভিত্তিক সব সেবাই এখন বন্ধ প্রায়।

দু একটি চালু থাকলেও জনবল সংকট ধীরগতির ইন্টারনেট ও বিভিন্ন সরঞ্জাম বিকল হওয়ার কারণে তাও ব্যাহত হচ্ছে।

গাজীপুরে ই-পোস্ট সার্ভিসের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হলেও তদারকির অভাব ও অব্যবস্থাপনার কারণে নানা ধরণের ভোগান্তীতে পড়তে হয় সেবা গ্রহণকারীদের।

কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় জনবলের সংকট দূর হলে সমস্যা থাকবেনা।

ময়মনসিংহ প্রধান ডাকঘরে ই-সেবার কোন অস্তিত্ব নেই। পোস্ট অফিসে সেবা নিতে আসা মানুষেরও এ সর্ম্পকে কোনো ধারণাই নেই। এদিকে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে নড়াইল পোস্ট অফিসে এপর্যন্ত ই-সেবা চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্মকর্তারা।