বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন আওয়ামীলীগ : শেখ হাসিনা

বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন আওয়ামীলীগ : শেখ হাসিনা
বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন আওয়ামীলীগ : শেখ হাসিনা

পোস্টকার্ড ডেস্ক ।। 

আঅয়ামী লীগ এখন বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের ২১তম জাতীয় সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘২১ বছর পর আ. লীগ ক্ষমতায় আসে। তারপর আবার আঘাত আসে। ৮ বছর ক্ষমতার বাইরে থাকি। এরপর বিপুল ভোটে জনগণ আমাদের নির্বাচিত করেছেন।’

তিনি বলেন, ‘আ. লীগের ওপর আঘাত বারবার এসেছে। ছোট বড় অনেক আঘাত এসেছে। ভাঙনের চেষ্টা করা হয়েছে। সে ভাঙন থেকে নতুন করে ঘুরে দাঁড়িয়েছি। এই আওয়ামী লীগ এখন দেশের সবচেয়ে বড় ও শক্তিশালী দল।’

বঙ্গবন্ধুর প্রসঙ্গ টেনে এনে তার কন্যা বলেন, ২০০৮ থেকে ২০১৯ মাত্র এক দশক। এই দশকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই এক দশকে আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলেছি। এটা আমাদের ধরে রাখতে হবে। স্বাধীনতার পরে জাতির পিতা যে কথা বলেছিলেন- ‘অর্থনৈতিক স্বাধীনতা না হলে রাজনৈতিক স্বাধীনতা ব্যর্থ হয়ে যায়’। কাজেই তার নির্দেশনা, স্বাধীনতাকে অর্থবহ করার জন্য অর্থনৈতিক মুক্তি অর্জন। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

এর আগে শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে সম্মেলনস্থলে উপস্থিত হন শেখ হাসিনা।  জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর ২৫ মিনিট সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এতে দলীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। এবারের সম্মেলনে ১৫ হাজার কাউন্সিলর ডেলিগেটসহ আমন্ত্রিত অতিথি মিলিয়ে আওয়ামী লীগের প্রায় ৫০ হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। সম্মেলনে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরাও অংশ নেন।

২১তম জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’।