বাংলাদেশের মানুষকে বিনামূল্যে করোনা টিকা দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষকে বিনামূল্যে করোনা টিকা দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
বাংলাদেশের মানুষকে বিনামূল্যে করোনা টিকা দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

পোস্টকার্ড ডেস্ক ।।

বংবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষকে বিনামূল্যে করোনা টিকা দিয়েছে সরকার। তিনি বলেন, ‘যুক্তরাজ্য থেকে শুরু জার্মানি সবগুলো উন্নত দেশই টাকা নিয়ে টিকা দিয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন কোনও টাকা না লাগে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোরে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, রক্ত ও হত্যা ছাড়া বিএনপি আর কিছু দিতে পারেনি। তারা শুধু পারে মানুষের রক্ত চুষে খেতে। তিনি বলেন, বিচার পাওয়ার অধিকার আমার ছিল না। বাবা-মা-ভাই-বোন সবাইকে হারিয়েছি। তারপরও এ বাংলায় ফিরে এসেছি। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই ছিল আমার লক্ষ্য। 

বেলা ১২টা ২২ মিনিটে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সভা পরিচালনা করছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।  এর আগে দুপুর ১২টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভাস্থল। তবে এখনো দূরদূরান্ত থেকে হেঁটে মানুষ জনসভাস্থলের দিকে ছুটছেন। দলীয় নেতা-কর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে জনসভাস্থল।

দুপুর ২টা ৩৮ মিনিটে তিনি শামস-উল-হুদা স্টেডিয়ামে নির্মিত জনসভা মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন। প্রধানমন্ত্রী সমাবেশ স্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্টেডিয়ামভরা জনতা স্লোগানে স্লোগানে তাকে বরণ করে নেন। 

খালেদ / পোস্টকার্ড ;