বাংলাদেশি সুব্রত চৌধুরী আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন

পোস্টকার্ড ডেস্ক ।।

বাংলাদেশি   সুব্রত চৌধুরী  আটলান্টিক সিটির  স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন

পাঁচ নভেম্বর'২০১৯ , মংগলবার অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি অভিবাসী সুব্রত চৌধুরী । তিন বছর মেয়াদী আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর সদস্য পদে জয়ী হওয়ার লক্ষ্যে মোট ছয়জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। ২০১২ সালে তিনি অভিবাসী হিসাবে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন।যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই তিনি সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিতও হয়েছেন। কমিউনিটি সংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইতোমধ্যে তিনি পুরস্কৃতও হয়েছেন। সুব্রত চৌধুরী ইতোমধ্যে ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ এর কাছ থেকে “কংগ্রেসনাল প্রোক্লেমেসন” ,নিউজারসি রাজ্য সিনেটর ক্রিস এ ব্রাউন এর কাছ থেকে “ সিনেট কমেন্ডেসন” লাভ করেছেন। নির্বাচনী প্রচারনায় সুব্রত চৌধুরী কমিউনিটির লোকজনের ব্যাপক সাড়া পাচ্ছেন । আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন সুব্রত চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন।

সুব্রত চৌধুরী সাংবদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন,অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সদর্প বিচরণ রয়েছে।আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।