বাংলাদেশ যুবাদের প্রধানমন্ত্রীর শুভ কামনা

বাংলাদেশ যুবাদের প্রধানমন্ত্রীর শুভ কামনা

স্পোর্টস ডেস্ক ।।

টেক্সট ম্যাসেজের মাধ্যমকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের আগে বাংলাদেশ যুবাদের শুভ কামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৯ ফেব্রুয়ারি) দলকে শুভ কামনা জানান তিনি।

প্রধানমন্ত্রীর শুভকামনা প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক আকবর আলী গণমাধ্যমকে বলেন, এটা আমাদের কাছে আরেকটি ম্যাচের মতই। বেসিক মেনে খেলবো আমরা। তবে আপনি যখন দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে টেক্সট মেসেজ পাবেন, তার কাছ থেকে শুভকামনা জানবেন তখন আপনার আত্মবিশ্বাস অনেক উপরে থাকবে। আমরা সেটি দেখাতে প্রস্তুত।

এদিকে, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলি।

নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে এসেছেন অভিষেক দাস। অপরিবর্তিত রয়েছে ভারতের একাদশ।