বিপ্লব ও নাঈম শেখ বাংলাদেশ দলে ডাক পেলেন যে কারণে

ক্রীড়া প্রতিবেদক ।।

বিপ্লব ও নাঈম শেখ বাংলাদেশ দলে ডাক পেলেন যে কারণে
বিপ্লব ও নাঈম শেখ বাংলাদেশ দলে ডাক পেলেন যে কারণে

ইয়াসির আরাফাত রাব্বি, সাঈফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুবর পর পরই উচ্চারিত হয়েছে আমিনুল বিপ্লবের নাম। তিনি মূলত একজন ব্যাটসম্যান, যিনি সাধারণত মিডল অর্ডারে ব্যাট করেন, পাশাপাশি লেগস্পিন বোলিং করতে পারেন। জানা গেছে মূলত লেগব্রেক গুগলি বোলার হিসেবেই জাতীয় দলের স্কোয়াডে এসেছেন আমিনুল বিপ্লব।

‘এ’ দল, এইচপি আর ইমার্জিং একাদশের হয়ে নিয়মিত পারফর্ম করে গেছেন বিপ্লব। পাশাপাশি রানও করেছেন। তাই রদবদলের স্কোয়াডে জাতীয় দলে ডাক পেলেন আমিনুল বিপ্লব। এইচপি দলের হয়ে ভারত সফরের জন্য আগেই জাতীয় দলে নেয়া হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। বাঁহাতি এই ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বোলিংটাও করেন। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে স্মরণীয় হাফসেঞ্চুরি করেন তিনি। 

একজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যান হিসেবে অনূর্ধ্ব-১৯, এইচপি আর ইমার্জিং দলে খেললেও ব্যাটসম্যান ও লেগস্পিনার এ দুই যোগ্যতার কারণেই আমিনুল বিপ্লবকে মূল্যায়ন করেছে বিসিবি। দীর্ঘ দিন ধরে একজন লেগ স্পিনারের অপেক্ষায় রয়েছে টিম বাংলাদেশ। মাঝে জুবায়ের হোসেন লিখনকে দিয়ে কাজ চালানোর চেষ্টা চললেও বর্তমানে তিনিও চরম হতাশায়। জাতীয় দলে ফেরাও বেশ কঠিন হয়ে গেছে। সেখানে লেগব্রেক গুগলি বোলার হিসেবে আমিনুল বিপ্লবকে নিয়ে প্রত্যাশা ক্রিকেট বোর্ডের।

অপরদিকে, ডাক পাওয়া নাঈম শেখ নামতে পারেন ওপেনিংয়ে। চারটি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ১৫০ রান করেছেন তিনি। লিস্ট ‘এ’ তে ৩২ ম্যাচে এক হাজার ৫৪১ রান ও টি-টুয়েন্টিতে সাত ম্যাচে ৯০ রান করেছেন নাঈম। সৌম্য রান খরায় থাকায় সুযোগ পেতে যাচ্ছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। সাভারে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষ কদিন আগে ১২৬ রানের ইনিংস খেলেন নাঈম। ঐ সিরিজের আরেক ম্যাচে ৪৯ রানের ইনিংস খেলেন তিনি।