বিত্তবানদের নাই নাই অভ্যাস আর চাই চাই ভাবটা গেলো না : প্রধানমন্ত্রী

বিত্তবানদের নাই নাই অভ্যাস আর চাই চাই ভাবটা গেলো না  : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

নিজস্ব প্রতিবেদক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভিক্ষাবৃত্তি করে নিজের জমানো দশ হাজার টাকা অসহায় মানুষের জন্য দিয়ে ভিক্ষুক নাজিম উদ্দিন একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। এত বড় মানবিক গুণ আমাদের অনেক বিত্তশালীর মাঝেও দেখা যায় না। অনেক সময় দেখি, অনেক বিত্তশালী হা-হুতাশ করেই বেড়ায়। তাদের নাই নাই অভ্যাসটা আর গেলো না। চাই চাই ভাবটা গেলো না।’

করোনা পরিস্থিতি নিয়ে সোমবার (২৭ এপ্রিল) রাজশাহী বিভাগের ৮ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আপনারা দেখেছেন একজন ফকির যদি ভিক্ষাবৃত্তি করে খায়। একটা সাধারণ মানুষ, একসময় কৃষি কাজ করতেন। অ্যাক্সিডেন্ট করে তার পা ভেঙে যায়। তারপর আর কাজ করতে পারেননি। ভিক্ষা করে জীবন চালান। এভাবে ভিক্ষা করে করে মাত্র দশ হাজার টাকা তিনি জমা করেছিলেন। তার থাকার ঘরটা ঠিক করবেন বলে। তার একটা মাত্র পাঞ্জাবি, ছেঁড়া কাপড় গায়ে। তার ঘরে খাবারও ঠিকমতো নেই। কিন্তু তারপরও সেই মানুষটা জমানো দশটি হাজার টাকা তুলে দিয়েছেন করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু এখনও এই মানবিক বোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই কাদের কাছে? যারা নিঃস্ব তাদের কাছে। সবার ভেতরই এই বোধটা থাকা উচিত।’