বাণিজ্যিক আকারে কলকাতায় যাচ্ছে ইলিশ, কেজিপ্রতি কত টাকায় ?

পোস্টকার্ড ডেস্ক ।।

বাণিজ্যিক আকারে কলকাতায় যাচ্ছে ইলিশ, কেজিপ্রতি কত টাকায় ?
বাণিজ্যিক আকারে কলকাতায় যাচ্ছে ইলিশ, কেজিপ্রতি কত টাকায় ?

মহালয়া ইতোমধ্যেই হয়ে গেছে। দুর্গতিনাশিনী দেবী দুর্গা আরো একবার আসছেন ভক্তদের মাঝে। চারিদিকে চলছে প্রতিমায় শেষ মূহূর্তের রঙ তুলির কাজ। স্বভাবতই, কলকাতার আকাশে-বাতাসে এখন উৎসবের আমেজ।

এই উৎসবের আনন্দ বাড়িয়ে তুলতে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার। এবার যাচ্ছে ইলিশের প্রথম চালান। এই চালান দিয়ে ২০১২ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের ইলিশ বাণিজ্যিক আকারে রপ্তানি হচ্ছে ভারতে।

রোববার (২৯ সেপ্টেম্বর) প্রথম চালানে ২৪ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হবে। প্রতি কেজি ইলিশের মূল্য ধরা হয়েছে ছয় ডলার (প্রায় ৫০০ টাকা) ।

ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে ব্যবসায়ী সৈয়দ মহিতুল হক রুবাই জানান, আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সবটুকুই রপ্তানির নির্দেশনা রয়েছে।