বিজয় মেলায় উপচে পড়া ভিড়

বিজয় মেলায় উপচে পড়া ভিড়

পোস্টকার্ড ডেস্ক।।

কাজীর দেউড়িস্থ আউটার স্টেডিয়ামে চলছে মাসব্যাপী বিজয় মেলা। সারাদিন মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। নগরবাসী ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে আগত নারী, পুরুষ ও শিশুরা মেলায় ভিড় করেন।

সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন গভীর রাত পর্যন্ত মেলায় দর্শনার্থীদের আনাগোনা থাকে। তবে সাপ্তাহিক ছুটির দিনে তা বেড়ে যায়। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে নিজেদের তৈরি সামগ্রী নিয়ে পসরা সাজিয়েছেন বিক্রেতারা।

তারা জানান, মেলায় মাটির তৈরি বিভিন্ন সামগ্রী, মেয়েদের আকর্ষণীয় ইমিটেশন গহনা, শীতবস্ত্র, জামদানি শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, খেলনা সামগ্রী, মুখরোচক খাবার, খেজুরের গুঁড় এবং রকমারি আচারের দোকান রয়েছে। এছাড়াও রয়েছে গৃহস্থলীতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর দোকান। দর্শনার্থীরা সেখানে ভিড় করছেন হাঁড়ি, পাতিল, কলসি, দা, বঁটি ও পিঁড়ি কিনতে।

মেলায় রয়েছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাও। অভিভাবকরা সন্তানদের নিয়ে বিভিন্ন রাইডে ভিড় করছেন।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ‘মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালির অহংকার’ শিরোনামে বিজয় মেলা পরিষদ এই মেলার উদ্বোধন করে। মেলার পাশাপাশি সেখানে চলছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান।