বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে হস্তান্তর-ভারতীয় গণমাধ্যমের খবর

বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে হস্তান্তর-ভারতীয় গণমাধ্যমের খবর
বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনকে হস্তান্তর-ভারতীয় গণমাধ্যমের খবর

পোস্টকার্ড ডেস্ক ।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি রিসালদার মোসলেউদ্দিনকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতের প্রভাবশালী দুটি গণমাধ্যম।

মঙ্গলবার সংবাদমাধ্যম দুটির প্রতিেবেদনে বলা হয়, সীমান্তের কোনো একটি স্থলবন্দর দিয়ে গত সোমবার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সংবাদভিত্তিক ভারতের টিভি চ্যানেল এনডিটিভি। তাদের খবরে বলা হয়, রিসালদার মোসলেউদ্দিনকে গত সোমবার সন্ধ্যায় একটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা অভিযানটি পরিচালনা করায় পশ্চিমবঙ্গ পুলিশ সে সম্পর্কে কিছুই জানতে পারেনি। এতে আরও বলা হয়, এর আগে মোসলেউদ্দিনের ছবি এবং ভিডিও প্রকাশিত হলে তাতে কিছু বিভ্রান্তি দেখা দেয়। ওই ছবি প্রকাশের পর বিভিন্ন সূত্র দাবি করেছিল, মোসলেউদ্দিন কয়েক বছর আগে মারা গেছেন।

তবে ঢাকার একাধিক সূত্র বিষয়টি সম্পর্কে কিছুই জানে না বলে জানা গেছে। একটি সূত্র অবশ্য অস্বীকার না করে বলেছে, ‌'এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে।'

এর আগে, ভারতের আনন্দবাজার, দ্য হিন্দুসহ  বিভিন্ন পত্রিকায় মোসলেউদ্দিনের গ্রেফতারের খবর প্রকাশিত হয়। তবে কেউই নিশ্চিত করে কোনও তথ্য দিতে পারেনি।