ফৌজদারহাট বিআইটিআইডিতে করোনা নমুনা পরীক্ষা বন্ধ থাকবে ৩ দিন

ফৌজদারহাট বিআইটিআইডিতে করোনা নমুনা পরীক্ষা বন্ধ থাকবে ৩ দিন

পোস্টকার্ড ডেস্ক।।

সীতাকুন্ডের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডির করোনা ল্যাব জীবাণুমুক্ত করতে ৩ দিন পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী বৃহস্পতিবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ল্যাব প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমদসহ টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত আগামী ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত নমুনা পরীক্ষা বন্ধ থাকবে। এই অবস্থায় ল্যাব জীবাণুমুক্ত করার লক্ষ্যে আগামী তিন দিন করোনা পরীক্ষার কার্যক্রম স্থগিত থাকবে। ১ জুন থেকে যথারীতি করোনা পরীক্ষা চালু হবে।

এর আগে বৃহস্পতিবার (২৮ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, বিআইটিআইডির ল্যাব প্রধান ডাক্তার শাকিল আহমদ ও মেডিকেল টেকনোলজিস্ট মুক্তা রানী ভৌমিক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।