প্রিয় দলের পতাকা ক্রয়ের হিড়িক সীতাকুণ্ডে 

প্রিয় দলের পতাকা ক্রয়ের হিড়িক সীতাকুণ্ডে 
প্রিয় দলের পতাকা ক্রয়ের হিড়িক সীতাকুণ্ডে 

পোস্টকার্ড নিউজ।।

বিশ্বকাপ ফুটবল এলে প্রিয় দলের পতাকা উড়ানোতে আনন্দ খুঁজে পান সমর্থকরা। পতাকা ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করে। পতাকা বিক্রেতারা বলছেন, বাংলাদেশের পতাকার পাশাপাশি আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকার চাহিদাই বেশি। ফুটবল বিশ্বকাপ এসেছে ৪ বছর পর। তাই বিভিন্ন বয়সীদের প্রিয় দলের পতাকা কিনতে দেখা যায়।

সীতাকুন্ডে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মান ও অন্যান্য ফেভারিট দলের পতাকা কিনতে ভক্তদের ভীড় লক্ষ্য করা যায়।

শুধু তাই নয় প্রিয় খেলাকে কেন্দ্র করে কিছু অতি উৎসাহী দর্শকদের বিশৃঙ্খলার আভাস ও দেখা মিলে। দেশের অন্যান্য অঞ্চলের মত চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলা উপভোগ করার সময় তর্কবিতর্ক থেকে সংঘর্ষে রুপ নেয়। এদিকে সীতাকুণ্ডের অলিগলিতে বিভিন্ন দলের পতাকা বিক্রির হিড়িক পড়েছে।

এই নিয়ে ক্ষুদে সমর্থকদের উচ্ছাস প্রকাশ পেয়েছে। সীতাকুণ্ডে নবীন প্রবীণ হতে শুরু করে ক্ষুদে শিক্ষার্থীরা খেলা চলাকালীন নানা আয়োজন করেন। এছাড়া বাংলাদেশের দর্শকদের মোস্ট ফেভারিট দুটি দল ব্রাজিল আর্জেন্টিনা। এই দুটি দলের পতাকা কে কোথায় টাঙ্গাবে সেটা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রিয় দলের পতাকা ও জার্সি সহকারে বেশ মজার মজার স্ট্যাটাস লক্ষ্য করা যাচ্ছে।তবে প্রতি বছর ফুটবল বিশ্বকাপে সীতাকুণ্ডে পতাকা বিক্রির ধুম পরে যায়।

আজ বিকেলে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পতেকা বিক্রেতা মনির আহম্মদের সাথে কথা হয় । তিনি লম্বা বাঁশে ঝুলিয়ে ঝুলিয়ে বাংলাদেশ আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, পর্তুগাল ও স্পেনের পতাকা বিক্রি করছিলেন। তিনি জানান, বিশ্বকাপের মৌসুম হওয়ায় তিনি অন্য পতাকা বিক্রি করছেন। নয়তো দেশের পতাকা বিক্রি পাশাপাশি অন্য কাজ করে তার সংসার চলে।

বিশ্বকাপ ফুটবল ঘিরে আর্জেন্টিনার পতাকা বেশি বিক্রির কথা জানিয়ে তিনি বলেন, আর্জেন্টিনার ফ্যানই বাংলাদেশে বেশি। তাই আর্জেন্টিনার পতাকাই বেশি বিক্রি হচ্ছে। আর্জেন্টিনার পরে বিক্রি হচ্ছে ব্রাজিলের পতাকা। তবে আমার কাছে ৩২ দেশের পতাকাই আছে। বিভিন্ন আকারের পতাকা বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত।

এ সময় আর্জেন্টিনার সমর্থক রফিকুল আলম বলেন, প্রিয় দলের পতাকা কেনার জন্য অনেক অপেক্ষা করেছি। এখন ২৫০ টাকা দিয়ে মাঝারি আকারের একটি পতাকা কিনেছি। একই সাথে বাংলাদেশের পতাকাও কিনেছি। আর্জেন্টিনা সাপোর্ট করলেও বাংলাদেশ তো নিজের দেশ। তাই পতাকা ওড়ানোর সময় বাংলাদেশের পতাকা আর্জেন্টিনার উপরে রাখবো।

অন্যদিকে ব্রাজিল সমর্থক নাইমুল আলম জানান, প্রিয় দলের পতাকা কিনার আনন্দই আলাদা । দেশে বসে খেলা দেখার পাশাপাশি পতাকা উড়িয়ে আনন্দ পাই । তিনিও বলেন , ব্রাজিলের পাশাপাশি বাংলাদেশের পতাকাও থাকবে । আর্জেন্টিনার উপরে রাখবো ।

খালেদ / পোস্টকার্ড ;