প্রধানমন্ত্রীর চমক রেজাউল করিম, মহিউদ্দিন চৌধুরী শিবিরে উল্লাস

প্রধানমন্ত্রীর চমক রেজাউল করিম, মহিউদ্দিন চৌধুরী শিবিরে উল্লাস
প্রধানমন্ত্রীর চমক রেজাউল করিম, মহিউদ্দিন চৌধুরী শিবিরে উল্লাস

ইলিয়াছ রিপন ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চমক চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে রেজাউল করিম চৌধুরী। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী। ফলে বর্তমান মেয়র আ জ ম নাছির শিবিবের এখন ধস নেমেছে। এদিকে উল্লাসে মেতে উঠেছে প্রয়াত মেয়র এবিএম মহি উদ্দিন চৌধুরীর শিবির।

খোদ মহিউদ্দিন পত্মী ফেইসবুকে রেজাউল করিম চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন। ব্যক্তিগত আইডিতে তিনি লিখলেন ‘ রেজাউল করিম ভাইকে চট্টগ্রামের মেয়র নির্বাচনে মনোনীত প্রার্থী হওয়ায় অভিনন্দন। আপনার যাত্রা শুভ হোক।’ মনোনয়ন প্রাপ্তির সাথে সাথে সামাজিক যোগাযোগ বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচীতে মহিউদ্দিন চৌধুরী, হাসিনা মহি উদ্দিন ও তাদের পুত্র শিক্ষা উপ-মন্ত্রী ব্যরিষ্টার নওফেলের সাথে রেজাউল করিমের ছবি ভাইয়াল হয়ে যায়। আ জ ম নাছিরের ভাগ্য বিবর্তনকে মহিউদ্দিন শিবিরের বিজয় মনে করছেন সাধারণ সমর্থকরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের মনোনয়নে বোর্ডে চসিক মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে রেজাউল করিম চৌধুরী নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, এবার মোট ১৯ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়ন ফরম কেনেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন, কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সদস্য ও সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, সদস্য হেলাল উদ্দিন চৌধুরী তুফান এবং চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, প্রাক্তন মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা একেএম বেলায়েত হোসেন, মোহাম্মদ এমদাদুল ইসলাম, মোহাম্মদ ইনসান আলী, মোহাম্মদ ইউনুস, ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, মোহাম্মদ এরশাদুল আমীন, প্রাক্তন সাংসদ মইন উদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান, প্রাক্তন কাউন্সিলর রেখা আলম চৌধুরী ও দীপক কুমার পালিত।