প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা দিলেন চট্টগ্রামের ১৪৮১ কওমী মাদ্রাসায়

প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা দিলেন চট্টগ্রামের ১৪৮১ কওমী মাদ্রাসায়
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা দিলেন চট্টগ্রামের ১৪৮১ কওমী মাদ্রাসায়

নিজস্ব প্রতিবেদক ।।

মাহে রমজান উপলক্ষে সারা দেশের ৬ হাজার ৯৫৯টি কওমী মাদ্রাসায় আর্থিক সহায়তা হিসেবে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা । এ তথ্য নিশ্চিত করেছেন  চটগ্রামের পটিয়া জিরি আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা খোবাইব। তিনি জানান, এতে শিক্ষক শিক্ষার্থীরা উৎসাহিত হয়েছেন।

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাওয়ার তালিকায় রয়েছে চট্টগ্রাম অঞ্চলের ১৪৮১টি কওমী মাদ্রাসা। করোনা ভাইরাসের প্রভাবে পৃথিবী ব্যাপী অচল হয়ে পড়ায় হাজার হাজার মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী চরম দুশ্চিন্তায় পড়ে যান, মাদ্রাসাগুলোর শিক্ষক শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করছেন অনেকে। এই মুহুর্তে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাওয়ার খবরে কওমী আলেম উলামাদের মধ্যে খুশির ঢেউ বইছে বলে মাদ্রাসা সংশ্লিষ্টরা জানান। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ইতোমধ্যে পুরো অর্থ মাদ্রাসাগুলোয় পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে রংপুর বিভাগে ৭০৩টি, খুলনা বিভাগে ১০১১টি, বরিশাল বিভাগে ৪০২টি, ময়মনসিংহ বিভাগে ৩৯৭টি, ঢাকা বিভাগে ১৭৮০টি, চট্টগ্রাম বিভাগে ১৪৮১টি ও সিলেট বিভাগে ৪৮১টি কওমী মাদ্রাসা রয়েছে। এসব বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও কওমী মাদ্রাসাগুলোতে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ পৌঁছানোর বিষয়ে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিভাগের মধ্যে সব চেয়ে বড় কওমী মাদ্রাসার মধ্যে রয়েছে মাওলানা আব্দুল হালিম বোখারীর পরিচালানাধিন আল জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসা পটিয়া, হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আমহদ শফীর পরিচালনাধিন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম মাদ্রাসা বা হাটহাজারী মাদ্রাসা। আল্লামা শাহ আবু তৈয়বের পরিচালনাধিন আল-জামেয়া আরবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা,নগরীর জামেয়া মাদানিয়া ষোলকবহর মাদ্রাসা, হেফাজত ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর প্রতিষ্ঠিত নগরীর লালখান বাজার এলাকায় ‘জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, আলহাজ মাওলানা হাফেজ মুহাম্মাদ তৈয়বের পরিচালনাধিন তালীমুল কুরআন কমপ্লেক্স, মাওলানা মুহাম্মদ ফোরকানের পরিচালানাধিন বায়তুস সালাম মাদ্রাসা চট্টগ্রামসহ চট্টগ্রাম নগরী ও নগরীর বাইরে বিভিন্ন উপজেলায় আরো অনেক বড় বড় কওমী মাদ্রাসা রয়েছে। তবে কিছুকিছু এলাকায় রবিবার থেকে আনুষ্ঠানিক আর্থিক সহায়তার টাকা হস্তান্তর করার কথা রয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা উপজেলার ৮টি কওমী মাদ্রাসার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করার কথা জানিয়েছেন।

চট্টগ্রাম নগরীর বায়তুস সালাম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফোরকান বলেন, কওমী মাদ্রাসাগুলোর মধ্যে অনেক মাদ্রাসা রয়েছে যেগুলো প্রাইভেট মাদ্রাসা হিসেবে পরিচিত, কওমী মাদ্রাসার সাথে যুক্ত সংগঠনগুলো ও প্রাইভেট মাদ্রাসার সংগঠনগুলোর সাথে সমন্বয় করে মাদ্রাসার অনুপাত ও শিক্ষার্থীর পরিসংখ্যান অনুযায়ী আর্থিক সহায়তা করা হলে সবাই উপকৃত হবে।

চট্টগ্রাম নগরীর তালীমূল কুরআন কমপ্লেক্সের শিক্ষক মাওলানা নিজাম উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় মাদ্রাসাগুলোর মাধ্যমে ইসলামের বড় ধরণের খেদমত হবে। সারা দেশের কওমী মাদ্রাসার হাজার হাজার শিক্ষক শিক্ষার্থীদের অভাব ও সমস্যার কথা প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যার জন্য এদেশের আলেম উলামারা দু হাত তুলে প্রাণ খুলে দোয়া করছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর পুত্র মাওলানা আনস মাদানীর মোবাইলে জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায়নি।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পীরজাদা আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের পরিচালনাধিন পটিয়া জিরি আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা খোবাইব জানিয়েছেন, প্রধানমন্ত্রী দেশের আলেম উলামা ও ইসলামের খেদমতের জন্য আর্থিক সহায়তা দিয়েছে। এই টাকা হয়তো অনেকে যারা প্রয়োজন পড়বে না তারা নিবে না, টাকাগুলো রাষ্ট্রীয় অন্য কোন কাজে ব্যায় করতে পারবে সরকার, জিরি মাদ্রাসা টাকা নিবে কিনা সেটা এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন, বেশ কয়েকদিন আগেই চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার কওমী মাদ্রাসার জন্য দেওয়া প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পৌঁছে যাওয়ার কথা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে মাদ্রাসাগুলোর নিকট জেলা উপজেলা পর্যায়ে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।